আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় ডোবা থেকে মুখমণ্ডল বাঁধা অবস্থায় এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরেক অটোরিকশাচালককে আটক করা হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেল এএসপি আবদুল হালিম।
নিহত সুজন ফরাজী একই এলাকার বাক্প্রতিবন্ধী বাদল ফরাজীর ছেলে। আটক ব্যক্তির নাম জুয়েল সিকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন ফরাজী গত বৃহস্পতিবার ফজরের আজানের পর তাঁর অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। দিন গড়িয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও সুজনের কোনো সন্ধান পাননি স্বজনেরা। গতকাল শুক্রবার বরগুনা থানায় নিখোঁজের ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সুজনের পরিবার।
আজ শনিবার বেলা ১১টার দিকে জাকিরতবক এলাকার আবুল খানের বসতঘরের পেছনের ডোবায় প্লাস্টিকে বস্তা দিয়ে মুখমণ্ডল বাঁধা একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে বস্তা খুলে মরদেহটি সুজনের বলে শনাক্ত করা হয়।
নিহত সুজনের স্ত্রী লিমা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এক ব্যক্তির মাছের ট্রিপ নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সুজন। পরে মোবাইল ফোনে মুরগি নিয়ে আসার কথা বললে টাকা নেই বলে ফোনটি কেটে দেন। এরপর আর আমার সঙ্গে যোগাযোগ হয়নি। তাকে খুঁজে না পেয়ে আমরা থানায় জিডি করেছি। আজকে শনিবার সকলে ফোন আসে সুজনের লাশ পাওয়া গেছে। আমার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি।’
বরগুনা থানার ওসি জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বরগুনা সদর সার্কেল এএসপি আব্দুল হালিম বলেন, কয়েক দিন আগে কেওয়াবুনিয়ায় একটি মারামারির ঘটনা ঘটেছিল। এরপর সুজন নামের একজন অটোরিকশাচালক নিখোঁজ হন। পরে থানায় তাঁর স্বজনেরা জিডি করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জুয়েল শিকদার নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান আছে, অপরাধী যে–ই হোক শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

বরগুনায় ডোবা থেকে মুখমণ্ডল বাঁধা অবস্থায় এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরেক অটোরিকশাচালককে আটক করা হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেল এএসপি আবদুল হালিম।
নিহত সুজন ফরাজী একই এলাকার বাক্প্রতিবন্ধী বাদল ফরাজীর ছেলে। আটক ব্যক্তির নাম জুয়েল সিকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন ফরাজী গত বৃহস্পতিবার ফজরের আজানের পর তাঁর অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। দিন গড়িয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও সুজনের কোনো সন্ধান পাননি স্বজনেরা। গতকাল শুক্রবার বরগুনা থানায় নিখোঁজের ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সুজনের পরিবার।
আজ শনিবার বেলা ১১টার দিকে জাকিরতবক এলাকার আবুল খানের বসতঘরের পেছনের ডোবায় প্লাস্টিকে বস্তা দিয়ে মুখমণ্ডল বাঁধা একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে বস্তা খুলে মরদেহটি সুজনের বলে শনাক্ত করা হয়।
নিহত সুজনের স্ত্রী লিমা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এক ব্যক্তির মাছের ট্রিপ নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সুজন। পরে মোবাইল ফোনে মুরগি নিয়ে আসার কথা বললে টাকা নেই বলে ফোনটি কেটে দেন। এরপর আর আমার সঙ্গে যোগাযোগ হয়নি। তাকে খুঁজে না পেয়ে আমরা থানায় জিডি করেছি। আজকে শনিবার সকলে ফোন আসে সুজনের লাশ পাওয়া গেছে। আমার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি।’
বরগুনা থানার ওসি জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বরগুনা সদর সার্কেল এএসপি আব্দুল হালিম বলেন, কয়েক দিন আগে কেওয়াবুনিয়ায় একটি মারামারির ঘটনা ঘটেছিল। এরপর সুজন নামের একজন অটোরিকশাচালক নিখোঁজ হন। পরে থানায় তাঁর স্বজনেরা জিডি করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জুয়েল শিকদার নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান আছে, অপরাধী যে–ই হোক শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৭ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে