নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চরমোনাই পীরের অনুসারীদের বাধায় পণ্ড হয়ে গেছে হিযবুত তাওহীদের বিভাগীয় সমাবেশ। আজ শনিবার বেলা ৩টার দিকে বরিশাল নগরের শিল্পকলা একাডেমিতে এই কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল।
সমাবেশের আগেই সেখানে চরমোনাই পীরের অনুসারীরা অবস্থান নেন। হিযবুত তাওহীদের কর্মীরা বিকেলে সদর রোড ও রাতে কাশিপুরে দলীয় কার্যালয়ে অবস্থান নিলে সেখানে গিয়েও চরমোনাই পীরের অনুসারীরা বিক্ষোভ করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ বলছে, কাশিপুরে দুই পক্ষ জড়ো হয়েছিল। পরে তারা চলে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
হিযবুত তাওহীদের বরিশাল আঞ্চলিক আমির আল আমিন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশের অনুমতি নিয়ে বিভাগীয় কর্মী সমাবেশের ডাক দিয়েছিলাম। আজ বিকেলে সেখানে কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু ইসলামী আন্দোলনের (পীরের দল) নেতা-কর্মীরা এসে বাধা দিয়েছে। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সদর রোড ও দলীয় কার্যালয় কাশিপুরে রাতে অবস্থান নিই। পরে চরমোনাই পীরের দল সেখানেও অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করতে চায়।’
বাধা দেওয়ার কারণে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগরীর মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘হিযবুত তাওহীদ ইসলামের অপব্যাখ্যা করে। তারা মুসলমানদের বিরুদ্ধে নানা কুৎসা রটায়। যে কারণে আলেম-ওলামারা তাদের প্রতিহত করেছেন।’
উত্তেজনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কাশিপুরে দুই পক্ষ জড়ো হয়েছিল। পরে চলে গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

চরমোনাই পীরের অনুসারীদের বাধায় পণ্ড হয়ে গেছে হিযবুত তাওহীদের বিভাগীয় সমাবেশ। আজ শনিবার বেলা ৩টার দিকে বরিশাল নগরের শিল্পকলা একাডেমিতে এই কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল।
সমাবেশের আগেই সেখানে চরমোনাই পীরের অনুসারীরা অবস্থান নেন। হিযবুত তাওহীদের কর্মীরা বিকেলে সদর রোড ও রাতে কাশিপুরে দলীয় কার্যালয়ে অবস্থান নিলে সেখানে গিয়েও চরমোনাই পীরের অনুসারীরা বিক্ষোভ করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ বলছে, কাশিপুরে দুই পক্ষ জড়ো হয়েছিল। পরে তারা চলে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
হিযবুত তাওহীদের বরিশাল আঞ্চলিক আমির আল আমিন সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশের অনুমতি নিয়ে বিভাগীয় কর্মী সমাবেশের ডাক দিয়েছিলাম। আজ বিকেলে সেখানে কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু ইসলামী আন্দোলনের (পীরের দল) নেতা-কর্মীরা এসে বাধা দিয়েছে। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সদর রোড ও দলীয় কার্যালয় কাশিপুরে রাতে অবস্থান নিই। পরে চরমোনাই পীরের দল সেখানেও অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করতে চায়।’
বাধা দেওয়ার কারণে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগরীর মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘হিযবুত তাওহীদ ইসলামের অপব্যাখ্যা করে। তারা মুসলমানদের বিরুদ্ধে নানা কুৎসা রটায়। যে কারণে আলেম-ওলামারা তাদের প্রতিহত করেছেন।’
উত্তেজনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কাশিপুরে দুই পক্ষ জড়ো হয়েছিল। পরে চলে গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
৩৬ মিনিট আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে