আমতলী (বরগুনা) প্রতিনিধি

সরকারি চাকরির জন্য ৭ লাখ টাকা যৌতুক দাবি করে না পাওয়া স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ অন্তঃসত্ত্বা মাকসুদাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত বুধবার সন্ধ্যায় আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামীর নাম কাইয়ুম ইসলাম। উত্তর টিয়াখালী গ্রামের নাশির হাওলাদারের ছেলে এবং পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়েন। স্ত্রী মকসুদা আড়পাঙ্গাশিয়া গ্রামের মো. মতিউর রহমানের মেয়ে।
জানা যায়, ২০১৬ মাসের মার্চ মাসে মাকসুদার সঙ্গে কাইয়ুমের বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুর জামাতাকে দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্র দেন। কিন্তু এতে তুষ্ট নন জামাতা কাইয়ুম। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই মাকসুদাকে মারধর করে আসছেন তিনি। গত তিন মাস পূর্বে স্বামী কাইয়ুম স্ত্রী মাকসুদার কাছে সরকারি চাকরির জন্য ৭ লাখ টাকা প্রয়োজন বলে যৌতুক দাবি করেন। কিন্তু এ টাকা দিতে অস্বীকার করে মাকসুদা ও তাঁর বাবা মতিউর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে কাইয়ুম তাঁর মা শিরিনা বেগম ও বোন তাইরিনের কু-পরামর্শে বাড়ি থেকে তাঁকে তাড়িয়ে দেন। এরপর থেকে মাকসুদা তাঁর বাবার বাড়িতে অবস্থান করছেন।
গত বুধবার সন্ধ্যায় কাইয়ুম মাকসুদার কাছে পুনরায় চাকরির জন্য যৌতুকের টাকা দাবি করেন। এ টাকা দিতে অস্বীকার করায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাসকুদাকে বেধড়ক মারধর করেন। মারধরে তাঁর নাক মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেয়ে মাকসুদা ৯৯৯ ফোন দেন। তাৎক্ষণিক পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বৃহস্পতিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মাকসুদা শরীরের অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন।
অন্তঃসত্ত্বা মাকসুদা কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘সরকারি চাকরির জন্য আমার স্বামীর ৭ লাখ টাকা প্রয়োজন। ওই টাকা আমার বাবার কাছে যৌতুক দাবি করেন। আমার বাবা এত টাকা দিতে অস্বীকার করায় আমাকে তিন মাস পূর্বে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বুধবার সন্ধ্যায় ওই টাকার জন্য আমার বাবার বাড়িতে আসে। আমি টাকা দিতে অস্বীকার করায় আমাকে বেধড়ক মারধর করে। বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদের কুপরামর্শে যৌতুক দাবিতে আমাকে মারধর করে আসছে। আমি এ ঘটনার বিচার চাই।’
স্বামী কাইয়ুম ইসলাম যৌতুক দাবির কথা অস্বীকার করে বলেন, সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি এক পর্যায় দু-একটি কিল ঘুষি দিয়েছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, অন্তঃসত্ত্বা মাকসুদার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি চাকরির জন্য ৭ লাখ টাকা যৌতুক দাবি করে না পাওয়া স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ অন্তঃসত্ত্বা মাকসুদাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত বুধবার সন্ধ্যায় আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামীর নাম কাইয়ুম ইসলাম। উত্তর টিয়াখালী গ্রামের নাশির হাওলাদারের ছেলে এবং পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়েন। স্ত্রী মকসুদা আড়পাঙ্গাশিয়া গ্রামের মো. মতিউর রহমানের মেয়ে।
জানা যায়, ২০১৬ মাসের মার্চ মাসে মাকসুদার সঙ্গে কাইয়ুমের বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুর জামাতাকে দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্র দেন। কিন্তু এতে তুষ্ট নন জামাতা কাইয়ুম। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই মাকসুদাকে মারধর করে আসছেন তিনি। গত তিন মাস পূর্বে স্বামী কাইয়ুম স্ত্রী মাকসুদার কাছে সরকারি চাকরির জন্য ৭ লাখ টাকা প্রয়োজন বলে যৌতুক দাবি করেন। কিন্তু এ টাকা দিতে অস্বীকার করে মাকসুদা ও তাঁর বাবা মতিউর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে কাইয়ুম তাঁর মা শিরিনা বেগম ও বোন তাইরিনের কু-পরামর্শে বাড়ি থেকে তাঁকে তাড়িয়ে দেন। এরপর থেকে মাকসুদা তাঁর বাবার বাড়িতে অবস্থান করছেন।
গত বুধবার সন্ধ্যায় কাইয়ুম মাকসুদার কাছে পুনরায় চাকরির জন্য যৌতুকের টাকা দাবি করেন। এ টাকা দিতে অস্বীকার করায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাসকুদাকে বেধড়ক মারধর করেন। মারধরে তাঁর নাক মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেয়ে মাকসুদা ৯৯৯ ফোন দেন। তাৎক্ষণিক পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বৃহস্পতিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মাকসুদা শরীরের অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন।
অন্তঃসত্ত্বা মাকসুদা কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘সরকারি চাকরির জন্য আমার স্বামীর ৭ লাখ টাকা প্রয়োজন। ওই টাকা আমার বাবার কাছে যৌতুক দাবি করেন। আমার বাবা এত টাকা দিতে অস্বীকার করায় আমাকে তিন মাস পূর্বে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বুধবার সন্ধ্যায় ওই টাকার জন্য আমার বাবার বাড়িতে আসে। আমি টাকা দিতে অস্বীকার করায় আমাকে বেধড়ক মারধর করে। বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদের কুপরামর্শে যৌতুক দাবিতে আমাকে মারধর করে আসছে। আমি এ ঘটনার বিচার চাই।’
স্বামী কাইয়ুম ইসলাম যৌতুক দাবির কথা অস্বীকার করে বলেন, সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি এক পর্যায় দু-একটি কিল ঘুষি দিয়েছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, অন্তঃসত্ত্বা মাকসুদার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২০ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে