নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলের প্রভোস্ট পদ থেকে আজ বুধবার পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বাছের। একই দিন বিশ্ববিদ্যালয়ের জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।
এর আগে গত ২৯ এপ্রিল বিজয় ২৪ হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান। এভাবে গুরুত্বপূর্ণ পদ থেকে একের পর এক পদত্যাগের কারণে নড়বড়ে হয়ে যাচ্ছে ববির প্রশাসনিক ভিত্তি। এদিকে আজ দুপুর থেকে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
পদত্যাগ করা শেরেবাংলা হলের প্রভোস্ট আব্দুল আলিম বাছের জানান, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। চলমান আন্দোলনের সঙ্গে এর সম্পৃক্ততা আছে কি না, প্রশ্ন করলে তিনি কোনো জবাব দেননি। এ ছাড়া জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করা সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে জবাব না দিয়েই তিনি ফোনের লাইন কেটে দেন।
তবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, এর প্রভাবে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদ থেকে ভিসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে ভিসি তা প্রকাশ করছেন না।
এ ব্যাপারে জানতে ববির উপচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলের প্রভোস্ট পদ থেকে আজ বুধবার পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বাছের। একই দিন বিশ্ববিদ্যালয়ের জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।
এর আগে গত ২৯ এপ্রিল বিজয় ২৪ হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান। এভাবে গুরুত্বপূর্ণ পদ থেকে একের পর এক পদত্যাগের কারণে নড়বড়ে হয়ে যাচ্ছে ববির প্রশাসনিক ভিত্তি। এদিকে আজ দুপুর থেকে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
পদত্যাগ করা শেরেবাংলা হলের প্রভোস্ট আব্দুল আলিম বাছের জানান, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। চলমান আন্দোলনের সঙ্গে এর সম্পৃক্ততা আছে কি না, প্রশ্ন করলে তিনি কোনো জবাব দেননি। এ ছাড়া জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করা সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে জবাব না দিয়েই তিনি ফোনের লাইন কেটে দেন।
তবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, এর প্রভাবে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদ থেকে ভিসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে ভিসি তা প্রকাশ করছেন না।
এ ব্যাপারে জানতে ববির উপচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে