
আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য। চার বছর আগে পুলিশে যোগদান করে। সর্বশেষ তিনি বিমানবন্দর থানায় এসআই পদে কর্মরত ছিলেন।
জানা যায়, গত ৬ জানুয়ারি বিমানবন্দর থানার রহমতপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতা বসত ইটভাটার আগুনে পড়ে যান এসআই মেহেদী হাসান। তখন তাঁর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের–ই–বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে দুর্ঘটনা দিনই শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেন। ঢাকার হাসপাতালে টানা ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মারা যায় তিনি।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যায় এসআই মেহেদী। শুক্রবার তাঁর গ্রামের বাড়ি বরগুনায় দাফন করা হবে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৪ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে