আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশাল বাস মালিক সমিতির বিরুদ্ধে বরিশাল-আগৈলঝাড়া ভায়া খুলনা রুটে গত এক মাস ধরে বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই রুট দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজারো যাত্রী ভোগান্তির মুখে পড়েছে।
আগৈলঝাড়া-খুলনা রুটে চলাচলকারী পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চালু হওয়ার পর থেকে রুটটি ব্যবহার করে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, ভোলার যাত্রীরা কম সময়ে গোপালগঞ্জ, খুলনা ও যশোরে যাতায়াত করত। এই রুটে বিআরটিসি, চাকলাদার, সেভেন ডিলাক্স, সেভেন স্টারসহ কমপক্ষে ১২টি পরিবহনের বাস যাত্রীসেবা দিয়ে আসছিল। গত এক মাস ধরে সড়কটি দিয়ে কোনো পরিবহন যেতে দেওয়া হচ্ছে না।
রাজিব পরিবহনের সুপারভাইজার সাগর হোসেন জানান, আগৈলঝাড়া ভায়া গোপালগঞ্জ সড়ক দিয়ে খুলনা-যশোরগামী যাত্রীরা স্বল্প সময়ে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারত। গত এক মাস ধরে এই সড়ক বন্ধ করে দিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির লোকজন। এতে কোনো পরিবহন এই রুট ব্যবহার করে যেতে পারছে না। ফলে টেকেরহাট হয়ে খুলনা-যশোরে যেতে হচ্ছে তাদের। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সময় ও ভোগান্তি দুটোই বেড়েছে।
একাধিক যাত্রী অভিযোগ করেন, মালিক সমিতির খামখেয়ালিপনা ও হটকারী সিদ্ধান্তের কারণে তাঁদের এমন ভোগান্তি হচ্ছে।
সেভেন ডিলাক্স পরিবহনের মালিক ওবায়দুল হক বলেন, ‘২০০৯ সাল থেকে বরিশাল ভায়া গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়ক দিয়ে তাঁর বাসসহ একাধিক পরিবহনের বাস চলাচল করে আসছে। এত দিন কোনো সমস্যা না হলেও গত এক মাস ধরে এই রুটে সব পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির লোকেরা। এ নিয়ে একাধিকবার মালিক সমিতির সঙ্গে দেনদরবার করেও সুরাহা পাচ্ছি না।’
এ বিষয়ে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, লোকাল যাত্রী পরিবহন করার দায়ে রুটটি বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিআরটিএর বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান বলেন, রুট বন্ধ করার ক্ষমতা বাস মালিক সমিতির নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।
বরিশাল বাস মালিক সমিতির বিরুদ্ধে বরিশাল-আগৈলঝাড়া ভায়া খুলনা রুটে গত এক মাস ধরে বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই রুট দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজারো যাত্রী ভোগান্তির মুখে পড়েছে।
আগৈলঝাড়া-খুলনা রুটে চলাচলকারী পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চালু হওয়ার পর থেকে রুটটি ব্যবহার করে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, ভোলার যাত্রীরা কম সময়ে গোপালগঞ্জ, খুলনা ও যশোরে যাতায়াত করত। এই রুটে বিআরটিসি, চাকলাদার, সেভেন ডিলাক্স, সেভেন স্টারসহ কমপক্ষে ১২টি পরিবহনের বাস যাত্রীসেবা দিয়ে আসছিল। গত এক মাস ধরে সড়কটি দিয়ে কোনো পরিবহন যেতে দেওয়া হচ্ছে না।
রাজিব পরিবহনের সুপারভাইজার সাগর হোসেন জানান, আগৈলঝাড়া ভায়া গোপালগঞ্জ সড়ক দিয়ে খুলনা-যশোরগামী যাত্রীরা স্বল্প সময়ে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারত। গত এক মাস ধরে এই সড়ক বন্ধ করে দিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির লোকজন। এতে কোনো পরিবহন এই রুট ব্যবহার করে যেতে পারছে না। ফলে টেকেরহাট হয়ে খুলনা-যশোরে যেতে হচ্ছে তাদের। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সময় ও ভোগান্তি দুটোই বেড়েছে।
একাধিক যাত্রী অভিযোগ করেন, মালিক সমিতির খামখেয়ালিপনা ও হটকারী সিদ্ধান্তের কারণে তাঁদের এমন ভোগান্তি হচ্ছে।
সেভেন ডিলাক্স পরিবহনের মালিক ওবায়দুল হক বলেন, ‘২০০৯ সাল থেকে বরিশাল ভায়া গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়ক দিয়ে তাঁর বাসসহ একাধিক পরিবহনের বাস চলাচল করে আসছে। এত দিন কোনো সমস্যা না হলেও গত এক মাস ধরে এই রুটে সব পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির লোকেরা। এ নিয়ে একাধিকবার মালিক সমিতির সঙ্গে দেনদরবার করেও সুরাহা পাচ্ছি না।’
এ বিষয়ে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, লোকাল যাত্রী পরিবহন করার দায়ে রুটটি বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিআরটিএর বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান বলেন, রুট বন্ধ করার ক্ষমতা বাস মালিক সমিতির নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান সুজন খান (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক সুজন খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে।
১৩ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্য প্রাণীদের নিরাপদে বিচরণের জন্য ২০২৩ সালে ট্রেন ও সড়কপথে যানবাহনের গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ করে কর্তৃপক্ষ। তবে সেই নির্দেশনা শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ। কেউই তা মেনে চলছে না।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ‘অঙ্কুরেই বিনষ্ট’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে প্রথম কিস্তিতে গাইবান্ধা সদর উপজেলায় ২টি প্রদর্শনী প্রকল্পে ৭ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ
৫ ঘণ্টা আগেনগদ টাকার সঙ্গে ঘুষ হিসেবে ঘুমানোর জন্য খাট নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা তালুকদারের বিরুদ্ধে। এ ছাড়া ঘুষ আদায় করতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে তৈরি করেছেন সিন্ডিকেট।
৫ ঘণ্টা আগে