নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের চৌমাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওপর হামলা চালানো হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় সেখানে থাকা এপিবিএন এর একটি পিকআপ ভ্যান এবং সড়কের পাশের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুরে আন্দোলন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, তিনি শুনেছেন এপিবিএন এর একটি গাড়ি ও তাদের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে।
চৌমাথার একাধিক ব্যবসায়ী জানান, নথুল্লাবাদে আন্দোলনকারী বৈষম্য বিরোধীরা চৌমাথার দিকে আসছিল। বেলা ২টার পরে চৌমাথা মোড়ে পৌঁছালে তাদের সামনে এপিবিএন এর একটি খাবার বহনকারী পিকআপ পড়ে। ওই পিকআপের ওপর হামলা করে ভাঙচুর এবং মহাসড়কের ওপর উল্টে ফেলে আন্দোলনকারীরা। পিকআপে থাকা এপিবিএন এর চারজন সদস্যকে মারধর করলে পাশের মসজিদে আশ্রয় নেয় তাঁরা। এ সময় সড়কের বিপরীতে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বক্সও ভাঙচুর চালায়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এপিবিএন এর পিকআপ যাওয়াকালে আন্দোলনকারীরা হামলা করে গাড়িটি ভাঙচুর ও উল্টে ফেলে। পাশের ট্রাফিক বক্সও ভাঙচুর করা হয়। এ ঘটনায় এপিবিএনের ৪ সদস্য আহত হয়েছেন।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়ক সুজয় শুভ বলেন, চৌমাথায় ট্রাফিক বক্স ও এপিবিএন এর গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে তারা মনে করেন।

বরিশাল নগরের চৌমাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওপর হামলা চালানো হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় সেখানে থাকা এপিবিএন এর একটি পিকআপ ভ্যান এবং সড়কের পাশের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুরে আন্দোলন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, তিনি শুনেছেন এপিবিএন এর একটি গাড়ি ও তাদের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে।
চৌমাথার একাধিক ব্যবসায়ী জানান, নথুল্লাবাদে আন্দোলনকারী বৈষম্য বিরোধীরা চৌমাথার দিকে আসছিল। বেলা ২টার পরে চৌমাথা মোড়ে পৌঁছালে তাদের সামনে এপিবিএন এর একটি খাবার বহনকারী পিকআপ পড়ে। ওই পিকআপের ওপর হামলা করে ভাঙচুর এবং মহাসড়কের ওপর উল্টে ফেলে আন্দোলনকারীরা। পিকআপে থাকা এপিবিএন এর চারজন সদস্যকে মারধর করলে পাশের মসজিদে আশ্রয় নেয় তাঁরা। এ সময় সড়কের বিপরীতে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বক্সও ভাঙচুর চালায়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এপিবিএন এর পিকআপ যাওয়াকালে আন্দোলনকারীরা হামলা করে গাড়িটি ভাঙচুর ও উল্টে ফেলে। পাশের ট্রাফিক বক্সও ভাঙচুর করা হয়। এ ঘটনায় এপিবিএনের ৪ সদস্য আহত হয়েছেন।
এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়ক সুজয় শুভ বলেন, চৌমাথায় ট্রাফিক বক্স ও এপিবিএন এর গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে তারা মনে করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে