দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় নিজ ঘরে নামাজ পড়া অবস্থায় এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম মোসা. আমেনা বেগম (৬২)। তিনি ওই এলাকার মো. ইউনূস মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ঘরে আমেনা ও তাঁর স্বামী ইউনূস থাকেন। রাতে ইউনূস তারাবির নামাজ পড়তে মসজিদে যান। আমেনা ঘরে নামাজ পড়ছিলেন। ভুলবশত তিনি দরজার ছিটকিনি দেননি। দরজা খোলা পেয়ে কে বা কারা ঘরে প্রবেশ করে পেছন থেকে বৃদ্ধার মাথায় কোপ ও ঘাড়ে বাড়ি দেয়। এতে তিনি চিৎকার দিয়ে জায়নামাজের ওপর সংজ্ঞা হারিয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘরে কাউকে পাননি। তাঁরা দেখেন, আমেনার মাথা থেকে রক্ত ঝরছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহুল বিন হালিম আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন আমেনাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায় চারটি ও ঘাড়ে একটি সেলাই লাগে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আমেনার স্বামী ইউনূস বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। হয়তো আমার অনুপস্থিতে ঘরের মালপত্র চুরি করার জন্য আমার স্ত্রীর ওপর হামলা করেছে। তবে সে চিৎকার করায় পালিয়ে যায়।’
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
পটুয়াখালীর দশমিনায় নিজ ঘরে নামাজ পড়া অবস্থায় এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম মোসা. আমেনা বেগম (৬২)। তিনি ওই এলাকার মো. ইউনূস মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ঘরে আমেনা ও তাঁর স্বামী ইউনূস থাকেন। রাতে ইউনূস তারাবির নামাজ পড়তে মসজিদে যান। আমেনা ঘরে নামাজ পড়ছিলেন। ভুলবশত তিনি দরজার ছিটকিনি দেননি। দরজা খোলা পেয়ে কে বা কারা ঘরে প্রবেশ করে পেছন থেকে বৃদ্ধার মাথায় কোপ ও ঘাড়ে বাড়ি দেয়। এতে তিনি চিৎকার দিয়ে জায়নামাজের ওপর সংজ্ঞা হারিয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘরে কাউকে পাননি। তাঁরা দেখেন, আমেনার মাথা থেকে রক্ত ঝরছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহুল বিন হালিম আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন আমেনাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায় চারটি ও ঘাড়ে একটি সেলাই লাগে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আমেনার স্বামী ইউনূস বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। হয়তো আমার অনুপস্থিতে ঘরের মালপত্র চুরি করার জন্য আমার স্ত্রীর ওপর হামলা করেছে। তবে সে চিৎকার করায় পালিয়ে যায়।’
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের তিন সহযোগীর ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবের মধ্যে মো. সিদ্দিকুর রহমানের নামে...
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মা ডায়াগনস্টিক সেন্টারে নার্স ও আয়া দিয়ে নরমাল ডেলিভারির পর এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রাতভর ডায়াগনস্টিকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও আহাজারি করেন নবজাতকের স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপর বিচারের আশ্বাস পেয়ে ভো
৮ মিনিট আগেহবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করা হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের উদ্যোগে আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
৮ মিনিট আগেলক্ষ্মীপুরে এক ব্যক্তি তাঁর ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে এবং পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে। দাম্পত্য কলহের জেরে গতকাল শনিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজী
১২ মিনিট আগে