Ajker Patrika

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ শ্রমিক দলের নেতা গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৯: ৫৬
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ শ্রমিক দলের নেতা গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রাতভর নির্যাতন চালিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মো. আলাউদ্দিন ও ২ নম্বর আসামি মো. ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার প্রধান আসামিকে বোরহানউদ্দিন উপজেলা থেকে এবং ২ নম্বর আসামিকে অনেক দূর থেকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে আনা হচ্ছে। এ বিষয়ে ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

গ্রেপ্তার ফরিদ উদ্দিন তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলাউদ্দিন তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দলের সভাপতি। তাঁদের দুজনকেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান আজকের পত্রিকাকে বলেন, গতকাল গভীর রাতে বোরহানউদ্দিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের তেঁতুলিয়া নদী দিয়ে সীমানা পেরিয়ে ভোলা জেলা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন প্রধান আসামি ফরিদ উদ্দিন। এমন সংবাদ পেয়ে তজুমদ্দিন থানার পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মহব্বত খান আরও বলেন, এর আগে দলবদ্ধ ধর্ষণের ঘটনার নেপথ্যে থাকা সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।

এদিকে, তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রাতভর নির্যাতন চালিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দলের সভাপতির পদ থেকে মো. আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের ভোলা জেলা শাখার সভাপতি মো. শাবু হাওলাদার ও সদস্যসচিব মো. জসিম ডাওরি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তির যে কোনো অপরাধের দায় দল নেবে না। দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই অভিযোগে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল ও যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়।

সম্প্রতি তজুমদ্দিন উপজেলায় বাস্তুহারা দলের সভাপতি মো. আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল ও যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সজীবসহ সংঘবদ্ধ একটি দল এক যুবককে চাঁদার দাবিতে রাতভর বেঁধে নির্যাতন চালিয়ে স্ত্রীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা হয়।

দলবদ্ধ ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ও ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে ভোলার হাটখোলা জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ডেকেছে ইসলামী আন্দোলন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত