নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেবুন্নেসাকে হাজির করা হলে বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ জানান, জেবুন্নেসা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ স্থগিত হওয়া নেতা মারজুক আব্দুল্লাহর করা একটি মামলায় জেবুন্নেসাকে পুলিশ আদালতে হাজির করে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
মিজানুর রহমান আরও বলেন, আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে তা নামঞ্জুর করেন। একই সময় আসামিপক্ষের আইনজীবী সাবেক সংসদ সদস্য হিসেবে কারা অভ্যন্তরে তাঁর ডিভিশন চান। তখন বিচারক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক এই সংসদ সদস্য ডিভিশন পেতে পারেন কি না তা কারা আইনে কী উল্লেখ করা রয়েছে, তা দেখে জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
জানা গেছে, সাবেক এমপি জেবুন্নেসার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ১৬ মে তাঁকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেবুন্নেসাকে হাজির করা হলে বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ জানান, জেবুন্নেসা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ স্থগিত হওয়া নেতা মারজুক আব্দুল্লাহর করা একটি মামলায় জেবুন্নেসাকে পুলিশ আদালতে হাজির করে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
মিজানুর রহমান আরও বলেন, আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে তা নামঞ্জুর করেন। একই সময় আসামিপক্ষের আইনজীবী সাবেক সংসদ সদস্য হিসেবে কারা অভ্যন্তরে তাঁর ডিভিশন চান। তখন বিচারক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক এই সংসদ সদস্য ডিভিশন পেতে পারেন কি না তা কারা আইনে কী উল্লেখ করা রয়েছে, তা দেখে জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
জানা গেছে, সাবেক এমপি জেবুন্নেসার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ১৬ মে তাঁকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
৪০ মিনিট আগে