পাথরঘাটা (বরগুনা) বরগুনা

দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উদ্ধারকারী ট্রলার জেলেদের নিয়ে বরগুনার পাথরঘাটা ঘাটে ফিরেছে।
রোববার ভোর ৩টার দিকে বঙ্গোপসাগরের সোনার চর এলাকা থেকে দক্ষিণে ট্রলার ডুবির ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ৭ জনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় এবং বাকি ১১ জেলের বাড়ি নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।
ট্রলার মালিক পাথরঘাটা পৌর এলাকার মারুফ হোসেন জানান, পহেলা ফেব্রুয়ারি পাথরঘাটা ঘাট থেকে রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি আল আমিন নামের ট্রলারটি। এরপর থেকে তারা সাগরে মাছ শিকার করছিল। গতকাল শনিবার সোনারচর এলাকায় জাল ফেলে রাতে অর্ধেক জাল টানেন এবং বাকি জালগুলো সকালে টানার জন্য রেখে ঘুমিয়ে পরে জেলেরা। ভোরের দিকে মাঝি ঘুম থেকে উঠে দেখেন ট্রলারের অর্ধেক ডুবে গেছে। এর পর অন্য জেলেদের ঘুম থেকে ডাকার মধ্যেই ট্রলারটি সম্পূর্ণ ডুবে যায়। এ সময় জেলেরা নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর অন্য একটি ট্রলার তাঁদের উদ্ধার করে পটুয়াখালীর রাঙ্গাবালি এলাকায় নিয়ে যায়। সেখান থেকে রোববার বিকেলে পাথরঘাটায় ফিরে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি আল-আমিন নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ১৮ জেলে সুস্থ আছে।
কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সাকিব মেহবুব জানান, আমরা এখন পর্যন্ত ট্রলার ডুবির খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।

দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উদ্ধারকারী ট্রলার জেলেদের নিয়ে বরগুনার পাথরঘাটা ঘাটে ফিরেছে।
রোববার ভোর ৩টার দিকে বঙ্গোপসাগরের সোনার চর এলাকা থেকে দক্ষিণে ট্রলার ডুবির ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ৭ জনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় এবং বাকি ১১ জেলের বাড়ি নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।
ট্রলার মালিক পাথরঘাটা পৌর এলাকার মারুফ হোসেন জানান, পহেলা ফেব্রুয়ারি পাথরঘাটা ঘাট থেকে রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি আল আমিন নামের ট্রলারটি। এরপর থেকে তারা সাগরে মাছ শিকার করছিল। গতকাল শনিবার সোনারচর এলাকায় জাল ফেলে রাতে অর্ধেক জাল টানেন এবং বাকি জালগুলো সকালে টানার জন্য রেখে ঘুমিয়ে পরে জেলেরা। ভোরের দিকে মাঝি ঘুম থেকে উঠে দেখেন ট্রলারের অর্ধেক ডুবে গেছে। এর পর অন্য জেলেদের ঘুম থেকে ডাকার মধ্যেই ট্রলারটি সম্পূর্ণ ডুবে যায়। এ সময় জেলেরা নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর অন্য একটি ট্রলার তাঁদের উদ্ধার করে পটুয়াখালীর রাঙ্গাবালি এলাকায় নিয়ে যায়। সেখান থেকে রোববার বিকেলে পাথরঘাটায় ফিরে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি আল-আমিন নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ১৮ জেলে সুস্থ আছে।
কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সাকিব মেহবুব জানান, আমরা এখন পর্যন্ত ট্রলার ডুবির খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।

দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৯ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৩৯ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে