নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নৌকাকে হারাতে হাতপাখার প্রার্থীকে ৩ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তুলে আলোচিত কাউন্সিলর প্রার্থী শরীফ মো. আনিছুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বুধবার তার বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বরিশাল মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান।
ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন। আগামী ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীফ আনিছুর রহমান ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগামী ১২ জুন অনুষ্ঠেয় সিটি নির্বাচনেও তিনি প্রার্থী। আনিছুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। গত রোববার ৩ কোটি টাকার ঘুষ অভিযোগ তোলার পর তাকে উভয় পদ থেকে বহিষ্কার করা হয়। শরীফ আনিছুর মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহপন্থী হিসেবে পরিচিত। অনিছের অভিযোগের তীর বর্তমান মেয়রের দিকে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের জনপ্রিয়তা দেখে কাউন্সিলর আনিছুর মিথ্যা ও ভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে হাতপাখার প্রার্থীর নৈতিকতা প্রশ্নবিদ্ধ ও সুনাম ক্ষুন্ন হয়েছে। সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আনিছুরের বক্তব্যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে আরও বলা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করে ব্যবসা-বাণিজ্য ও আর্থ সামাজিক অবস্থা নষ্ট করার পাঁয়তারা করা হচ্ছে।
ইসলামী আন্দোলনের অনুভূতি ও মূলবোধের ওপর আঘাত করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছেন অভিযুক্ত কাউন্সিলর আনিছুর। এর মাধ্যমে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় অপরাধ করেছেন।

নৌকাকে হারাতে হাতপাখার প্রার্থীকে ৩ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তুলে আলোচিত কাউন্সিলর প্রার্থী শরীফ মো. আনিছুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বুধবার তার বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বরিশাল মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান।
ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন। আগামী ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীফ আনিছুর রহমান ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগামী ১২ জুন অনুষ্ঠেয় সিটি নির্বাচনেও তিনি প্রার্থী। আনিছুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। গত রোববার ৩ কোটি টাকার ঘুষ অভিযোগ তোলার পর তাকে উভয় পদ থেকে বহিষ্কার করা হয়। শরীফ আনিছুর মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহপন্থী হিসেবে পরিচিত। অনিছের অভিযোগের তীর বর্তমান মেয়রের দিকে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের জনপ্রিয়তা দেখে কাউন্সিলর আনিছুর মিথ্যা ও ভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে হাতপাখার প্রার্থীর নৈতিকতা প্রশ্নবিদ্ধ ও সুনাম ক্ষুন্ন হয়েছে। সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আনিছুরের বক্তব্যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে আরও বলা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করে ব্যবসা-বাণিজ্য ও আর্থ সামাজিক অবস্থা নষ্ট করার পাঁয়তারা করা হচ্ছে।
ইসলামী আন্দোলনের অনুভূতি ও মূলবোধের ওপর আঘাত করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছেন অভিযুক্ত কাউন্সিলর আনিছুর। এর মাধ্যমে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় অপরাধ করেছেন।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে