নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নৌকাকে হারাতে হাতপাখার প্রার্থীকে ৩ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তুলে আলোচিত কাউন্সিলর প্রার্থী শরীফ মো. আনিছুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বুধবার তার বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বরিশাল মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান।
ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন। আগামী ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীফ আনিছুর রহমান ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগামী ১২ জুন অনুষ্ঠেয় সিটি নির্বাচনেও তিনি প্রার্থী। আনিছুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। গত রোববার ৩ কোটি টাকার ঘুষ অভিযোগ তোলার পর তাকে উভয় পদ থেকে বহিষ্কার করা হয়। শরীফ আনিছুর মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহপন্থী হিসেবে পরিচিত। অনিছের অভিযোগের তীর বর্তমান মেয়রের দিকে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের জনপ্রিয়তা দেখে কাউন্সিলর আনিছুর মিথ্যা ও ভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে হাতপাখার প্রার্থীর নৈতিকতা প্রশ্নবিদ্ধ ও সুনাম ক্ষুন্ন হয়েছে। সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আনিছুরের বক্তব্যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে আরও বলা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করে ব্যবসা-বাণিজ্য ও আর্থ সামাজিক অবস্থা নষ্ট করার পাঁয়তারা করা হচ্ছে।
ইসলামী আন্দোলনের অনুভূতি ও মূলবোধের ওপর আঘাত করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছেন অভিযুক্ত কাউন্সিলর আনিছুর। এর মাধ্যমে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় অপরাধ করেছেন।

নৌকাকে হারাতে হাতপাখার প্রার্থীকে ৩ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তুলে আলোচিত কাউন্সিলর প্রার্থী শরীফ মো. আনিছুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বুধবার তার বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বরিশাল মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান।
ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন। আগামী ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীফ আনিছুর রহমান ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগামী ১২ জুন অনুষ্ঠেয় সিটি নির্বাচনেও তিনি প্রার্থী। আনিছুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। গত রোববার ৩ কোটি টাকার ঘুষ অভিযোগ তোলার পর তাকে উভয় পদ থেকে বহিষ্কার করা হয়। শরীফ আনিছুর মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহপন্থী হিসেবে পরিচিত। অনিছের অভিযোগের তীর বর্তমান মেয়রের দিকে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের জনপ্রিয়তা দেখে কাউন্সিলর আনিছুর মিথ্যা ও ভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে হাতপাখার প্রার্থীর নৈতিকতা প্রশ্নবিদ্ধ ও সুনাম ক্ষুন্ন হয়েছে। সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আনিছুরের বক্তব্যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে আরও বলা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করে ব্যবসা-বাণিজ্য ও আর্থ সামাজিক অবস্থা নষ্ট করার পাঁয়তারা করা হচ্ছে।
ইসলামী আন্দোলনের অনুভূতি ও মূলবোধের ওপর আঘাত করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছেন অভিযুক্ত কাউন্সিলর আনিছুর। এর মাধ্যমে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় অপরাধ করেছেন।

নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৮ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১ ঘণ্টা আগে