বরগুনা প্রতিনিধি

বরগুনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় দুজনকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. হাবিব তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৬) ও মো. আবু হানিফের ছেলে মো. রাসেল (২৫)। তাঁদের মধ্যে রিয়াজ পেশায় আইনজীবীর সহকারী ও রাসেল একজন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, হুমকি-ধমকি প্রদান ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে। রোববার তাঁদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বিভিন্ন সময় আদালতে দায়ের হওয়া মামলার কপি নিয়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের বাড়ি গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে তদন্তের নামে হুমকি-ধমকি প্রদান করে টাকা দাবি করতেন। এতে ভয়ে ভুক্তভোগীরা টাকার মাধ্যমে তাঁদের ম্যানেজ করতেন।
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা মাসুম মৃধার সঙ্গে এ রকম একটি ঘটনা ঘটলে বিষয়টি তাঁর সন্দেহ হয়।
বিষয়টি বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. ইকরাম হোসেনকে লিখিত জানান। পরে এ ঘটনার তদন্ত শুরু করে ডিবি। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ডিবি পুলিশ রিয়াজ ও রাসেলকে শনিবার বিকেলে আটক করে।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিমকে অবগত করি এবং তাঁর নির্দেশ অনুযায়ী তদন্ত শুরু করি। পাশাপাশি অভিযুক্ত রিয়াজ ও রাসেলকে নজরদারিতে রাখি। তাঁদের এমন অনৈতিক কর্মকাণ্ডের বেশ কয়েকটি ঘটনার সত্যতা পাই। পরে আজ শনিবার তাঁদের আটক করি।’
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, ‘অভিযুক্তদের এমন কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পাশাপাশি হয়রানির শিকার হয়েছেন ভুক্তভোগীরা। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড করতে যাতে কেউ সাহস না পায়, তাই আমার দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।’

বরগুনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় দুজনকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. হাবিব তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৬) ও মো. আবু হানিফের ছেলে মো. রাসেল (২৫)। তাঁদের মধ্যে রিয়াজ পেশায় আইনজীবীর সহকারী ও রাসেল একজন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, হুমকি-ধমকি প্রদান ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে। রোববার তাঁদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বিভিন্ন সময় আদালতে দায়ের হওয়া মামলার কপি নিয়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের বাড়ি গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে তদন্তের নামে হুমকি-ধমকি প্রদান করে টাকা দাবি করতেন। এতে ভয়ে ভুক্তভোগীরা টাকার মাধ্যমে তাঁদের ম্যানেজ করতেন।
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা মাসুম মৃধার সঙ্গে এ রকম একটি ঘটনা ঘটলে বিষয়টি তাঁর সন্দেহ হয়।
বিষয়টি বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. ইকরাম হোসেনকে লিখিত জানান। পরে এ ঘটনার তদন্ত শুরু করে ডিবি। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ডিবি পুলিশ রিয়াজ ও রাসেলকে শনিবার বিকেলে আটক করে।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিমকে অবগত করি এবং তাঁর নির্দেশ অনুযায়ী তদন্ত শুরু করি। পাশাপাশি অভিযুক্ত রিয়াজ ও রাসেলকে নজরদারিতে রাখি। তাঁদের এমন অনৈতিক কর্মকাণ্ডের বেশ কয়েকটি ঘটনার সত্যতা পাই। পরে আজ শনিবার তাঁদের আটক করি।’
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, ‘অভিযুক্তদের এমন কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পাশাপাশি হয়রানির শিকার হয়েছেন ভুক্তভোগীরা। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড করতে যাতে কেউ সাহস না পায়, তাই আমার দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
১০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৬ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৪০ মিনিট আগে