মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

সৌদি আরবে কর্মরত অবস্থায় প্রবাসী দুলাল মিয়ার মৃত্যু হয়। এদিকে তাঁর বিধবা স্ত্রী ও কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বসত বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রবাসীর ভাই ও বোনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মৃত সৌদিপ্রবাসী দুলাল মিয়ার মেয়ে লিমা আক্তার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর বাবা দুলাল মিয়া সৌদি আরবের কর্মরত থাকাকালীন ২০১৭ সালের ৩ জুন মারা যান। এরপর তাঁর ছোট চাচা নজরুল ইসলাম ও ফুপু শিউলি আক্তার বাড়িঘর ও সম্পত্তি আত্মসাৎ করার জন্য পাঁয়তারা শুরু করেন। একপর্যায়ে আমার মা রীমা বেগমের নামে ভুয়া তালাকনামা তৈরি করে আমাদের ওপর নির্যাতন চালায়। ২০১৭ সালের ৪ নভেম্বর আমার বাবার জে. এল ৩১. গিলাবাদ মৌজার এস. এ ১৮২৯ নম্বর দাগে নির্মিত পাকা বসতবাড়ি থেকে মা ও আমাকে মারধর করে তাড়িয়ে দেয়।’
অভিযুক্ত নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পৈতৃক জমিজমার বিষয়ে আমি আদালতে একটি বণ্টন মামলা করেছি। ওই মামলায় মা ও মেয়ে হাজিরা না দিয়ে বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় দাউদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুল হক রাহাত এ সকল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়েকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে আসছে নজরুল ইসলাম।
মঠবাড়িয়া থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে মা ও মেয়েকে তাঁদের বসতঘরে তুলে দেওয়া হয়েছিল। পরে তাঁদের উচ্ছেদ ও হয়রানির বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে কর্মরত অবস্থায় প্রবাসী দুলাল মিয়ার মৃত্যু হয়। এদিকে তাঁর বিধবা স্ত্রী ও কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বসত বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রবাসীর ভাই ও বোনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মৃত সৌদিপ্রবাসী দুলাল মিয়ার মেয়ে লিমা আক্তার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর বাবা দুলাল মিয়া সৌদি আরবের কর্মরত থাকাকালীন ২০১৭ সালের ৩ জুন মারা যান। এরপর তাঁর ছোট চাচা নজরুল ইসলাম ও ফুপু শিউলি আক্তার বাড়িঘর ও সম্পত্তি আত্মসাৎ করার জন্য পাঁয়তারা শুরু করেন। একপর্যায়ে আমার মা রীমা বেগমের নামে ভুয়া তালাকনামা তৈরি করে আমাদের ওপর নির্যাতন চালায়। ২০১৭ সালের ৪ নভেম্বর আমার বাবার জে. এল ৩১. গিলাবাদ মৌজার এস. এ ১৮২৯ নম্বর দাগে নির্মিত পাকা বসতবাড়ি থেকে মা ও আমাকে মারধর করে তাড়িয়ে দেয়।’
অভিযুক্ত নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পৈতৃক জমিজমার বিষয়ে আমি আদালতে একটি বণ্টন মামলা করেছি। ওই মামলায় মা ও মেয়ে হাজিরা না দিয়ে বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় দাউদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুল হক রাহাত এ সকল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়েকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে আসছে নজরুল ইসলাম।
মঠবাড়িয়া থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে মা ও মেয়েকে তাঁদের বসতঘরে তুলে দেওয়া হয়েছিল। পরে তাঁদের উচ্ছেদ ও হয়রানির বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে