পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবনসংলগ্ন এলাকায় ডুবে যাওয়া ১১টি ট্রলারসহ ১৪৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারগুলো উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে প্রায় ২৫টি মাছ ধরার ট্রলার ডুবে যায়।
জানা যায়, শুক্রবার রাতের আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে নিরাপদ স্থানে যান। তার পরও বেশ কয়েকজন জেলে নিখোঁজ হন। গতকাল শনিবার সকাল থেকে জেলে, বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেন। পরে সন্ধ্যার দিকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেলে মামুন শেখের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। তিনি এফবি মা-বাবার দোয়া নামক ট্রলারে ছিলেন। অপর জেলে ইসমাইল শেখের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। তিনি এফবি জামিলা নামক ট্রলারে ছিলেন। হঠাৎ ট্রলার উল্টে যাওয়ায় মামুন ও ইসমাইল পাটাতনের মধ্যে ঢুকে যান। নিহতদের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয় কোস্ট গার্ডের পশ্চিম জোনের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারডুবির ঘটনার পর বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও দুবলারচর ফিশারম্যান গ্রুপের সমন্বয়ে শতাধিক ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সাগরে রয়েছে। এখনো অনেক জেলে ও ট্রলার নিখোঁজ আছে।

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবনসংলগ্ন এলাকায় ডুবে যাওয়া ১১টি ট্রলারসহ ১৪৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারগুলো উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে প্রায় ২৫টি মাছ ধরার ট্রলার ডুবে যায়।
জানা যায়, শুক্রবার রাতের আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে নিরাপদ স্থানে যান। তার পরও বেশ কয়েকজন জেলে নিখোঁজ হন। গতকাল শনিবার সকাল থেকে জেলে, বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেন। পরে সন্ধ্যার দিকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেলে মামুন শেখের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। তিনি এফবি মা-বাবার দোয়া নামক ট্রলারে ছিলেন। অপর জেলে ইসমাইল শেখের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। তিনি এফবি জামিলা নামক ট্রলারে ছিলেন। হঠাৎ ট্রলার উল্টে যাওয়ায় মামুন ও ইসমাইল পাটাতনের মধ্যে ঢুকে যান। নিহতদের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয় কোস্ট গার্ডের পশ্চিম জোনের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারডুবির ঘটনার পর বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও দুবলারচর ফিশারম্যান গ্রুপের সমন্বয়ে শতাধিক ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সাগরে রয়েছে। এখনো অনেক জেলে ও ট্রলার নিখোঁজ আছে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২১ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে