ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠি বাসভবন থেকে লাগেজ ভর্তি অক্ষত ১ কোটি এবং আরও কয়েকটি লাগেজ ভর্তি আংশিক পোড়া কয়েক কোটি টাকা ও ডলার উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিক ঝালকাঠি শহরের রোনালস রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে এই টাকা উদ্ধার করেন।
সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশের পর আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু রাত আনুমানিক বারোটার দিকে ওই ভবনের তৃতীয় তলায় স্থানীয়রা আবার আগুন দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গিয়ে কম্বলের বস্তা সরিয়ে ফেললে তার নিচ থেকে বেশ কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিষয়টি জেলা প্রশাসককে জানান।
পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ছড়িয়ে-ছিটিয়ে থাকা টাকা ও দুটি লাগেজ উদ্ধার করেন। এর মধ্যে থেকে একটি লাগেজ থেকে গণনা করে অক্ষত ১ কোটি এবং অন্য লাগেজ থেকে আংশিক পোড়া ২ কোটি ৭৭ লাখ (দেশীয় মুদ্রায়) টাকা পাওয়া যায়। এ ছাড়াও ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের মুদ্রায় কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। টাকা গণনা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটও মো. সফিউল আলম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আগুন নেভানোর সময় কম্বলের বস্তাগুলো সরিয়ে ফেলার জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের নির্দেশ দিই। কিছু বস্তা সারানোর পরেই পোড়া টাকা দেখা যায়। তাৎক্ষণিক বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানাই। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে লাগেজ-ভর্তি টাকা উদ্ধার করে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেট, সেনা ও পুলিশ সদস্য এবং সংবাদকর্মীদের উপস্থিতিতে টাকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠি বাসভবন থেকে লাগেজ ভর্তি অক্ষত ১ কোটি এবং আরও কয়েকটি লাগেজ ভর্তি আংশিক পোড়া কয়েক কোটি টাকা ও ডলার উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিক ঝালকাঠি শহরের রোনালস রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে এই টাকা উদ্ধার করেন।
সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশের পর আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু রাত আনুমানিক বারোটার দিকে ওই ভবনের তৃতীয় তলায় স্থানীয়রা আবার আগুন দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গিয়ে কম্বলের বস্তা সরিয়ে ফেললে তার নিচ থেকে বেশ কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিষয়টি জেলা প্রশাসককে জানান।
পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ছড়িয়ে-ছিটিয়ে থাকা টাকা ও দুটি লাগেজ উদ্ধার করেন। এর মধ্যে থেকে একটি লাগেজ থেকে গণনা করে অক্ষত ১ কোটি এবং অন্য লাগেজ থেকে আংশিক পোড়া ২ কোটি ৭৭ লাখ (দেশীয় মুদ্রায়) টাকা পাওয়া যায়। এ ছাড়াও ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের মুদ্রায় কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। টাকা গণনা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটও মো. সফিউল আলম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আগুন নেভানোর সময় কম্বলের বস্তাগুলো সরিয়ে ফেলার জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের নির্দেশ দিই। কিছু বস্তা সারানোর পরেই পোড়া টাকা দেখা যায়। তাৎক্ষণিক বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানাই। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে লাগেজ-ভর্তি টাকা উদ্ধার করে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেট, সেনা ও পুলিশ সদস্য এবং সংবাদকর্মীদের উপস্থিতিতে টাকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৫ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
৪৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে