নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয় ৫ আগস্ট। সেদিন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের সঙ্গে কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে সরকারি বিভিন্ন দপ্তরের ১৮ জন প্রথম শ্রেণির কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় নগরের ৩০টি ওয়ার্ডের।
কিন্তু বিসিসি কর্তৃপক্ষ সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে ৩ অক্টোবর করপোরেশনের ২৬ কর্মকর্তাকে কাউন্সিলরদের দায়িত্ব দেয়। এতে করপোরেশনের ভেতরে-বাইরে শুরু হয় টানাপোড়েন। ফলে দুই মাস পর গত বুধবার সরকারি বিভিন্ন দপ্তরের ১৮ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সুশাসনের জন্য নাগরিকের বরিশাল নগরের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, কাউন্সিলরদের অপসারণের পর নগরীর ওয়ার্ডগুলোর সেবা কার্যক্রম ভেঙে পড়েছে। প্রথমে সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘন করে করপোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। এই কর্মকর্তারা করপোরেশনের কাজ শেষ করে ওয়ার্ডে দায়িত্ব পালনের সময় পাননি। অথচ তাঁরা ভাতাও নিয়েছেন। দুই মাস পর এখন অন্য দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। একজন তত্ত্বাবধায়ক কিংবা পুলিশ কর্মকর্তা ওয়ার্ডে গিয়ে কীভাবে সেবা দেবেন? তিনি আরও বলেন, জনপ্রতিনিধি না থাকায় এখন সবকিছু হযবরল হয়ে গেছে; যার ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী।
নগরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিপন বলেন, মশার যন্ত্রণায় থাকা যায় না। সেই সঙ্গে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ পেতে হিমশিম খেতে হচ্ছে।
২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজন চৌধুরী বলেন, তাঁর এলাকায় পরিচ্ছন্নতা, মশকনিধন তেমনটা চোখে পড়ে না। ওয়ার্ডবাসী দুর্ভোগে পড়লে দেখার কেউ নেই।
নগরের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শিক্ষকনেতা মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘করপোরেশন এলাকার মাঠপর্যায়ে সেবা বলে কিছু নাই। মানুষ যাবে কার কাছে। এখন যাদের ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হলো, তারা তো উচ্চপর্যায়ের কর্মকর্তা। কীভাবে এই কর্মকর্তাদের দিয়ে নগরের ৩০টি ওয়ার্ডের সেবা নিশ্চিত করবে সিটি করপোরেশন।’
বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিবও দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলে জানান।
এ ব্যাপারে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নতুন করে বিভিন্ন দপ্তরের প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের কর্মকর্তারা চেষ্টা করতেন ওয়ার্ডে গিয়ে দায়িত্ব পালনের। কিন্তু এখন যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা তো বিভিন্ন দপ্তরের প্রধান। এখন নাগরিক সেবা ব্যাহত হলে আমাদের কিছু করার নেই। ওয়ার্ডগুলোর অফিস সহকারীরা দাপ্তরিক ফাইল কর্মকর্তাদের কাছে নিয়ে যাবেন।’

জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয় ৫ আগস্ট। সেদিন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের সঙ্গে কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে সরকারি বিভিন্ন দপ্তরের ১৮ জন প্রথম শ্রেণির কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় নগরের ৩০টি ওয়ার্ডের।
কিন্তু বিসিসি কর্তৃপক্ষ সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে ৩ অক্টোবর করপোরেশনের ২৬ কর্মকর্তাকে কাউন্সিলরদের দায়িত্ব দেয়। এতে করপোরেশনের ভেতরে-বাইরে শুরু হয় টানাপোড়েন। ফলে দুই মাস পর গত বুধবার সরকারি বিভিন্ন দপ্তরের ১৮ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সুশাসনের জন্য নাগরিকের বরিশাল নগরের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, কাউন্সিলরদের অপসারণের পর নগরীর ওয়ার্ডগুলোর সেবা কার্যক্রম ভেঙে পড়েছে। প্রথমে সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘন করে করপোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। এই কর্মকর্তারা করপোরেশনের কাজ শেষ করে ওয়ার্ডে দায়িত্ব পালনের সময় পাননি। অথচ তাঁরা ভাতাও নিয়েছেন। দুই মাস পর এখন অন্য দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। একজন তত্ত্বাবধায়ক কিংবা পুলিশ কর্মকর্তা ওয়ার্ডে গিয়ে কীভাবে সেবা দেবেন? তিনি আরও বলেন, জনপ্রতিনিধি না থাকায় এখন সবকিছু হযবরল হয়ে গেছে; যার ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী।
নগরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিপন বলেন, মশার যন্ত্রণায় থাকা যায় না। সেই সঙ্গে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ পেতে হিমশিম খেতে হচ্ছে।
২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজন চৌধুরী বলেন, তাঁর এলাকায় পরিচ্ছন্নতা, মশকনিধন তেমনটা চোখে পড়ে না। ওয়ার্ডবাসী দুর্ভোগে পড়লে দেখার কেউ নেই।
নগরের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শিক্ষকনেতা মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘করপোরেশন এলাকার মাঠপর্যায়ে সেবা বলে কিছু নাই। মানুষ যাবে কার কাছে। এখন যাদের ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হলো, তারা তো উচ্চপর্যায়ের কর্মকর্তা। কীভাবে এই কর্মকর্তাদের দিয়ে নগরের ৩০টি ওয়ার্ডের সেবা নিশ্চিত করবে সিটি করপোরেশন।’
বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিবও দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলে জানান।
এ ব্যাপারে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নতুন করে বিভিন্ন দপ্তরের প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের কর্মকর্তারা চেষ্টা করতেন ওয়ার্ডে গিয়ে দায়িত্ব পালনের। কিন্তু এখন যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা তো বিভিন্ন দপ্তরের প্রধান। এখন নাগরিক সেবা ব্যাহত হলে আমাদের কিছু করার নেই। ওয়ার্ডগুলোর অফিস সহকারীরা দাপ্তরিক ফাইল কর্মকর্তাদের কাছে নিয়ে যাবেন।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে