সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালের সেতুর সেন্টারিং স্রোতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় এ অবস্থায় হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বরগুনা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। দুই এক দিনের মধ্যেই আমি সেতু এলাকা পরিদর্শন করব। তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
জানা গেছে, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন গাজীপুর খালে গার্ডার সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ওই কাজ পায় পটুয়াখালীর তামিম এন্টার প্রাইজের ঠিকাদার দিপু মিয়া।
২০২০ সালে ওই ব্রিজের নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করছেন। গত এক সপ্তাহ ধরে সেতুর মাঝখানের অংশ নির্মাণ করতে সেন্টারিং করে। ওই সেন্টারিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। ফলে আজ শনিবার জোয়ারের স্রোতে ওই সেন্টারিং এবং রড ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, ঠিকাদার শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করে। এ ব্রিজের বিষয়ে বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ব্রিজের মাঝখানের স্লাপ করতে নিম্নমানের লোহার রড দেওয়া হয়েছে। ওই লোহার রড ও সেন্টারিং করাতে ভেঙে গেছে।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রিজের দুই পাড়ের গার্ডার থেকে মাধখানের স্লাপ করতে সেন্টারিং করা হয়েছে। ওই সেন্টারিং এর মধ্যে নিম্নমানের লোহার রড বাঁধা হয়েছে। কিন্তু রাতে ওই সেন্টারিং বাধা লোহায় রড ভেঙে গেছে।
ঠিকাদার দিপু মিয়া ব্রিজে নির্মাণে নিম্নমানের সামগ্রী দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘কাজ করতে গেলে সমস্যা হতেই পারে। রাতে সেন্টারিং ভেঙে গেছে। এতে আমারই লোকসান হবে।’
আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩১ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৫ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে