বরগুনা প্রতিনিধি

বরগুনা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। আজ সোমবার সকাল থেকে এ ঘোষণা কার্যকর হওয়ায় এসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার রাত নয়টার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন শিপন কয়েকটি ফেস্টুন লাগাতে বরগুনা পৌর বাসস্ট্যান্ডে তাঁর কয়েক সমর্থককে পাঠান। এ সময় ফেস্টুন বহনকারী ভ্যানগাড়ির ধাক্কায় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেনের প্রাইভেট কারে আঁচড় লেগে সামান্য রং উঠে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সগীর হোসেন, তাঁর ভাইয়ের ছেলে জসীমসহ কয়েকজন মিলে ফেস্টুন লাগাতে যাওয়া শিপনের সমর্থক বায়েজিদকে মারতে মারতে মালিক সমিতির অফিসকক্ষে নিয়ে যায়।
পরে কক্ষে বেঁধে আবার তাঁকে বেধড়ক পেটানো হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান শিপন ও তাঁর সমর্থকেরা বরগুনা বাসস্ট্যান্ডে এসে মালিক সমিতির অফিসকক্ষ ভাঙচুর ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেনকে মারধর করেন। এ ঘটনায় বাস শ্রমিক ও শিপন-সমর্থকদের মধ্যে বেশ কিছু সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে নিবৃত্ত করে।
এ ঘটনার জেরে সকাল থেকে বরগুনার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে তুচ্ছ ঘটনার দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন শিপন বলেন, ‘বরগুনা পৌর বাসস্ট্যান্ডে কিছু ব্যানার ফেস্টুন লাগানোর জন্য আমি লোক পাঠিয়েছিলাম। ফেস্টুন বহনকারী ভ্যান গাড়ির সামান্য আঁচড়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগীর হোসেনের প্রাইভেট কারের রং উঠে যায়। একে ক্ষিপ্ত হয়ে সগীর ও তাঁর লোকজন আমার ওই লোককে বেধড়ক মারপিট করেন। বিষয়টির প্রতিবাদ করলে উল্টো বাস মালিক সমিতি পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এটি তাঁদের একপ্রকার চরম স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার।’
বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা বাস মালিক সমিতির কার্যালয়ে ভাঙচুর এবং সাধারণ সম্পাদককে মারধরের প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা ধর্মঘট ডেকেছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস পেলেই আমরা আবারও বাস চলাচল শুরু করব।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা উভয় পক্ষকে নিবৃত্ত করি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।’

বরগুনা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। আজ সোমবার সকাল থেকে এ ঘোষণা কার্যকর হওয়ায় এসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার রাত নয়টার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন শিপন কয়েকটি ফেস্টুন লাগাতে বরগুনা পৌর বাসস্ট্যান্ডে তাঁর কয়েক সমর্থককে পাঠান। এ সময় ফেস্টুন বহনকারী ভ্যানগাড়ির ধাক্কায় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেনের প্রাইভেট কারে আঁচড় লেগে সামান্য রং উঠে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সগীর হোসেন, তাঁর ভাইয়ের ছেলে জসীমসহ কয়েকজন মিলে ফেস্টুন লাগাতে যাওয়া শিপনের সমর্থক বায়েজিদকে মারতে মারতে মালিক সমিতির অফিসকক্ষে নিয়ে যায়।
পরে কক্ষে বেঁধে আবার তাঁকে বেধড়ক পেটানো হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান শিপন ও তাঁর সমর্থকেরা বরগুনা বাসস্ট্যান্ডে এসে মালিক সমিতির অফিসকক্ষ ভাঙচুর ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেনকে মারধর করেন। এ ঘটনায় বাস শ্রমিক ও শিপন-সমর্থকদের মধ্যে বেশ কিছু সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে নিবৃত্ত করে।
এ ঘটনার জেরে সকাল থেকে বরগুনার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে তুচ্ছ ঘটনার দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন শিপন বলেন, ‘বরগুনা পৌর বাসস্ট্যান্ডে কিছু ব্যানার ফেস্টুন লাগানোর জন্য আমি লোক পাঠিয়েছিলাম। ফেস্টুন বহনকারী ভ্যান গাড়ির সামান্য আঁচড়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগীর হোসেনের প্রাইভেট কারের রং উঠে যায়। একে ক্ষিপ্ত হয়ে সগীর ও তাঁর লোকজন আমার ওই লোককে বেধড়ক মারপিট করেন। বিষয়টির প্রতিবাদ করলে উল্টো বাস মালিক সমিতি পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এটি তাঁদের একপ্রকার চরম স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার।’
বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা বাস মালিক সমিতির কার্যালয়ে ভাঙচুর এবং সাধারণ সম্পাদককে মারধরের প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা ধর্মঘট ডেকেছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস পেলেই আমরা আবারও বাস চলাচল শুরু করব।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা উভয় পক্ষকে নিবৃত্ত করি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১১ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২২ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে