বরগুনা প্রতিনিধি

বরগুনা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। আজ সোমবার সকাল থেকে এ ঘোষণা কার্যকর হওয়ায় এসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার রাত নয়টার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন শিপন কয়েকটি ফেস্টুন লাগাতে বরগুনা পৌর বাসস্ট্যান্ডে তাঁর কয়েক সমর্থককে পাঠান। এ সময় ফেস্টুন বহনকারী ভ্যানগাড়ির ধাক্কায় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেনের প্রাইভেট কারে আঁচড় লেগে সামান্য রং উঠে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সগীর হোসেন, তাঁর ভাইয়ের ছেলে জসীমসহ কয়েকজন মিলে ফেস্টুন লাগাতে যাওয়া শিপনের সমর্থক বায়েজিদকে মারতে মারতে মালিক সমিতির অফিসকক্ষে নিয়ে যায়।
পরে কক্ষে বেঁধে আবার তাঁকে বেধড়ক পেটানো হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান শিপন ও তাঁর সমর্থকেরা বরগুনা বাসস্ট্যান্ডে এসে মালিক সমিতির অফিসকক্ষ ভাঙচুর ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেনকে মারধর করেন। এ ঘটনায় বাস শ্রমিক ও শিপন-সমর্থকদের মধ্যে বেশ কিছু সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে নিবৃত্ত করে।
এ ঘটনার জেরে সকাল থেকে বরগুনার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে তুচ্ছ ঘটনার দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন শিপন বলেন, ‘বরগুনা পৌর বাসস্ট্যান্ডে কিছু ব্যানার ফেস্টুন লাগানোর জন্য আমি লোক পাঠিয়েছিলাম। ফেস্টুন বহনকারী ভ্যান গাড়ির সামান্য আঁচড়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগীর হোসেনের প্রাইভেট কারের রং উঠে যায়। একে ক্ষিপ্ত হয়ে সগীর ও তাঁর লোকজন আমার ওই লোককে বেধড়ক মারপিট করেন। বিষয়টির প্রতিবাদ করলে উল্টো বাস মালিক সমিতি পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এটি তাঁদের একপ্রকার চরম স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার।’
বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা বাস মালিক সমিতির কার্যালয়ে ভাঙচুর এবং সাধারণ সম্পাদককে মারধরের প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা ধর্মঘট ডেকেছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস পেলেই আমরা আবারও বাস চলাচল শুরু করব।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা উভয় পক্ষকে নিবৃত্ত করি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।’

বরগুনা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। আজ সোমবার সকাল থেকে এ ঘোষণা কার্যকর হওয়ায় এসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার রাত নয়টার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন শিপন কয়েকটি ফেস্টুন লাগাতে বরগুনা পৌর বাসস্ট্যান্ডে তাঁর কয়েক সমর্থককে পাঠান। এ সময় ফেস্টুন বহনকারী ভ্যানগাড়ির ধাক্কায় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেনের প্রাইভেট কারে আঁচড় লেগে সামান্য রং উঠে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সগীর হোসেন, তাঁর ভাইয়ের ছেলে জসীমসহ কয়েকজন মিলে ফেস্টুন লাগাতে যাওয়া শিপনের সমর্থক বায়েজিদকে মারতে মারতে মালিক সমিতির অফিসকক্ষে নিয়ে যায়।
পরে কক্ষে বেঁধে আবার তাঁকে বেধড়ক পেটানো হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান শিপন ও তাঁর সমর্থকেরা বরগুনা বাসস্ট্যান্ডে এসে মালিক সমিতির অফিসকক্ষ ভাঙচুর ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগীর হোসেনকে মারধর করেন। এ ঘটনায় বাস শ্রমিক ও শিপন-সমর্থকদের মধ্যে বেশ কিছু সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে নিবৃত্ত করে।
এ ঘটনার জেরে সকাল থেকে বরগুনার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে তুচ্ছ ঘটনার দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন শিপন বলেন, ‘বরগুনা পৌর বাসস্ট্যান্ডে কিছু ব্যানার ফেস্টুন লাগানোর জন্য আমি লোক পাঠিয়েছিলাম। ফেস্টুন বহনকারী ভ্যান গাড়ির সামান্য আঁচড়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগীর হোসেনের প্রাইভেট কারের রং উঠে যায়। একে ক্ষিপ্ত হয়ে সগীর ও তাঁর লোকজন আমার ওই লোককে বেধড়ক মারপিট করেন। বিষয়টির প্রতিবাদ করলে উল্টো বাস মালিক সমিতি পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এটি তাঁদের একপ্রকার চরম স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার।’
বরগুনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা বাস মালিক সমিতির কার্যালয়ে ভাঙচুর এবং সাধারণ সম্পাদককে মারধরের প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা ধর্মঘট ডেকেছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস পেলেই আমরা আবারও বাস চলাচল শুরু করব।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা উভয় পক্ষকে নিবৃত্ত করি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
০১ জানুয়ারি ১৯৭০
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে