বরগুনা প্রতিনিধি

উন্নয়ন নিয়ে সমালোচনা করায় স্বতন্ত্র প্রার্থীদের ইবলিসের সঙ্গে তুলনা করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গত বুধবার (২৬ ডিসেম্বর) বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রচারণা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর বক্তব্যের ওই অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২২ মিনিটের বক্তব্যে শেষের দিকে স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে এমপি শম্ভু বলেন, ‘উন্নয়ন হয়নাই এই যে কথাটা বলে এটি মুনাফেকি কথা, ইবলিসরা এইভাবে কথা বলে, আমি দুঃখিত এইভাবে কথা বলায়। ইবলিসটা আল্লাহর ভাষা, আর আমাদের ভাষা হল শয়তান, আমি আল্লার ভাষায় ইবলিস বলবো। এই ইবলিসিদের বিচার হবে ইনশা আল্লাহ। এটা কেমন কথা যে উন্নয়ন হয়নাই নাকি। আমরা কি ভাইস্যা আইছি নাকি। ভোট একেবারে চাইলেই দিয়ে দেবে। এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে অনেক রাস্তাঘাট, তাপবিদ্যুৎ কেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসও হবে।’
পরে তিনি তালতলীতে বেশ কিছু উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, নির্বাচিত হলে তালতলীতে আরও অনেক উন্নয়নকাজ করা হবে।
জনসভা মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ তালতলী উপজেলা চেয়ারম্যান ও তালতলীর বেশ কয়েকটি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা।
ইবলিস বলা প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, ‘একজন প্রার্থী হিসেবে মুনাফেকি কথা, ইবলিসের কথা, ইবলিস শয়তান এসব কথা বলতে পারে না। এটা উনি (শম্ভু) আমাদের বলতে পারেন না। উনি উন্নয়ন করেননি এই সমালোচনা করা যাবেনা? সাংবিধানিক অধিকার এটা। একজন প্রবীণ রাজনীতিবিদ হয়ে এটা বলা ঠিক না। আমি তার এই বক্তব্যও নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে জানতে নৌকার প্রাথী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উন্নয়ন নিয়ে সমালোচনা করায় স্বতন্ত্র প্রার্থীদের ইবলিসের সঙ্গে তুলনা করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গত বুধবার (২৬ ডিসেম্বর) বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রচারণা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর বক্তব্যের ওই অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২২ মিনিটের বক্তব্যে শেষের দিকে স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে এমপি শম্ভু বলেন, ‘উন্নয়ন হয়নাই এই যে কথাটা বলে এটি মুনাফেকি কথা, ইবলিসরা এইভাবে কথা বলে, আমি দুঃখিত এইভাবে কথা বলায়। ইবলিসটা আল্লাহর ভাষা, আর আমাদের ভাষা হল শয়তান, আমি আল্লার ভাষায় ইবলিস বলবো। এই ইবলিসিদের বিচার হবে ইনশা আল্লাহ। এটা কেমন কথা যে উন্নয়ন হয়নাই নাকি। আমরা কি ভাইস্যা আইছি নাকি। ভোট একেবারে চাইলেই দিয়ে দেবে। এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে অনেক রাস্তাঘাট, তাপবিদ্যুৎ কেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসও হবে।’
পরে তিনি তালতলীতে বেশ কিছু উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, নির্বাচিত হলে তালতলীতে আরও অনেক উন্নয়নকাজ করা হবে।
জনসভা মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ তালতলী উপজেলা চেয়ারম্যান ও তালতলীর বেশ কয়েকটি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা।
ইবলিস বলা প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, ‘একজন প্রার্থী হিসেবে মুনাফেকি কথা, ইবলিসের কথা, ইবলিস শয়তান এসব কথা বলতে পারে না। এটা উনি (শম্ভু) আমাদের বলতে পারেন না। উনি উন্নয়ন করেননি এই সমালোচনা করা যাবেনা? সাংবিধানিক অধিকার এটা। একজন প্রবীণ রাজনীতিবিদ হয়ে এটা বলা ঠিক না। আমি তার এই বক্তব্যও নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে জানতে নৌকার প্রাথী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৫ মিনিট আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে