আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে জাকির আকন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার পূজাখোলা গ্রামে তৃতীয় স্ত্রীর বাবার বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
জাকির আকনের পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে পূজাখোলা গ্রামের আনোয়ার ব্যাপারীর মেয়ে সোনিয়া বেগমকে বিয়ে করেন তিনি। সোনিয়া তাঁর তৃতীয় স্ত্রী। গত সোমবার তিনি শ্বশুরবাড়ি বেড়াতে যান। স্ত্রী সোনিয়া বেগমের দাবি, তাঁর স্বামী গতকাল বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে যান। এরপর তাঁর হদিস মেলেনি। আজ সকালে শ্বশুরবাড়ির পাশে বীজ খেতে স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জাকির আকনের ছেলে রাকিব আকন বলেন, ‘আমার বাবা গতকাল রাতে ফোন দিয়ে বলে, “আমাকে তুই এসে নিয়ে যা। আমাকে ওরা মেরে ফেলবে।” এর পর থেকে বাবার ফোন বন্ধ পাই। আজ সকালে জানতে পারি, বাবার মরদেহ হাসপাতালে। বাবাকে আমার সৎমা ও তাঁর বাবার বাড়ির লোকজন হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
জাকির আকনের স্ত্রী সোনিয়া বেগম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ি যাওয়ার কথা বলে আমার বাবার বাড়ি থেকে তিনি চলে যান। এরপর কী হয়েছে আমি জানি না। আজ শুক্রবার সকালে স্থানীয়রা জানায় যে আমার স্বামী বীজ খেতে পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, জাকির আকন নামের একজনের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বরগুনার আমতলীতে জাকির আকন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার পূজাখোলা গ্রামে তৃতীয় স্ত্রীর বাবার বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
জাকির আকনের পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে পূজাখোলা গ্রামের আনোয়ার ব্যাপারীর মেয়ে সোনিয়া বেগমকে বিয়ে করেন তিনি। সোনিয়া তাঁর তৃতীয় স্ত্রী। গত সোমবার তিনি শ্বশুরবাড়ি বেড়াতে যান। স্ত্রী সোনিয়া বেগমের দাবি, তাঁর স্বামী গতকাল বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে যান। এরপর তাঁর হদিস মেলেনি। আজ সকালে শ্বশুরবাড়ির পাশে বীজ খেতে স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জাকির আকনের ছেলে রাকিব আকন বলেন, ‘আমার বাবা গতকাল রাতে ফোন দিয়ে বলে, “আমাকে তুই এসে নিয়ে যা। আমাকে ওরা মেরে ফেলবে।” এর পর থেকে বাবার ফোন বন্ধ পাই। আজ সকালে জানতে পারি, বাবার মরদেহ হাসপাতালে। বাবাকে আমার সৎমা ও তাঁর বাবার বাড়ির লোকজন হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
জাকির আকনের স্ত্রী সোনিয়া বেগম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ি যাওয়ার কথা বলে আমার বাবার বাড়ি থেকে তিনি চলে যান। এরপর কী হয়েছে আমি জানি না। আজ শুক্রবার সকালে স্থানীয়রা জানায় যে আমার স্বামী বীজ খেতে পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, জাকির আকন নামের একজনের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১৫ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
২১ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
২৬ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
২৯ মিনিট আগে