Ajker Patrika

বরগুনায় রায়ের ৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি 
সালাউদ্দিন গাজী। ছবি: সংগৃহীত
সালাউদ্দিন গাজী। ছবি: সংগৃহীত

বরগুনায় কলেজছাত্র অনিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান।

এর আগে গতকাল রাতে তালতলী উপজেলা ফকিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহত অনেকের বাবা।

বরগুনা সদর থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর পৌরসভার শহীদ স্মৃতি সড়কের সুবল চন্দ্র রায়ের ছেলে অনিককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। হত্যার পরে নিহতে বাবার কাছে তিন লাখ টাকা মুক্তপণ দাবি করেন হত্যাকারীরা।

এর ১৮ দিন পর বরগুনা সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০১৯ সালের ৭ আগস্ট প্রধান আসামি ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ডাদেশ দেন তৎকালীন জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি দীর্ঘ ছয় বছর পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে ছিলেন।

সম্প্রতি তিনি দেশে এলে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

হাদিকে হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

আজকের রাশিফল: বাবা-মা আজ আবদার রাখবেন, সিঙ্গেলরা দ্রুত প্রোফাইল পিক বদলান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ