Ajker Patrika

লামায় অপহৃত ৯ তামাকশ্রমিক ৩৮ ঘণ্টা পর উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
লামায় অপহৃত ৯ তামাকশ্রমিক ৩৮ ঘণ্টা পর উদ্ধার
ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত ৯ তামাকচাষি ও শ্রমিককে যৌথ বাহিনীর অভিযানের মুখে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। অপহরণের ৩৮ ঘণ্টা পর আজ বুধবার বিকেল ৫টার দিকে লেমুপালং মুখ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন শ্রমিকদের মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার ব্যক্তিরা হলেন তামাকচাষি ভুট্টু ও আলম আমিন এবং শ্রমিক জমির হোসেন, ইমাম হোসেন, নবীর হোসেন, রশিদ উল্লাহ, মো. ইসমাইল ও শাহিদুল আলম। আরেকজনের নাম জানা যায়নি।

ওসি তোফাজ্জল হোসেন বলেন, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে লামার গজালিয়া ইউনিয়নের লেমুপালং এলাকার তামাকচাষি আল আমিন, ভুট্টোসহ ৯ শ্রমিককে অস্ত্রের মুখে খামারের ঘর থেকে তুলে নিয়ে যায় সশস্ত্র একটি দল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় অভিযানে নামে। টানা অভিযানের ফলে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধার চাষি ও শ্রমিকেরা সুস্থ রয়েছেন।

এর আগে গত ১ ও ১৪ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ তামাকশ্রমিককে অপহরণ করা হয়। ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে রাবারবাগানের ২৬ শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত