শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারের মিষ্টি পানির পুকুরে দোকান-ঘর নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই পুকুর পাড়ে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট ও আরকেডিএস বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তব্য দেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এম এ রশিদ আকন, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. উসমান গণি, তাঁতি লীগ নেতা মো. শাহিন হোসেন, তাইজুল ইসলাম মিরাজসহ কয়েকজন শিক্ষার্থী।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী জানান, জেলা পরিষদের মালিকানাধীন শরণখোলার রায়েন্দা পুকুরের দক্ষিণ পাশে আধা-পাকা ঘর নির্মাণের জন্য সাতজনের নামে ২০২২ সালের ১৭ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত ইজারা বন্দোবস্ত দেওয়া হয়। বন্দোবস্তের একটি চিঠি সম্প্রতি তাঁর দপ্তরে পৌঁছেছে।
ওই চিঠিতে ইজারা বন্দোবস্ত নেওয়া সাত ব্যক্তি হচ্ছেন শিরিন সুলতানা রুমি, মো. আসাদুজ্জামান খান, উজ্জল সাহা, অম্বরিশ রায়, মৌসুফা নুর মুমু, মো. ইমরান উদ্দিন শুভ ও শিশির কুমার সাহা। তবে পুকুরটি স্থানীয় জনসাধারনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানান ইউএনও।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, ‘পুকুরটি রায়েন্দা বাজারের হাজার হাজার মানুষের মিষ্টি পানির চাহিদা পূরণ করে আসছে। সংরক্ষিত পুকুরটিতে দীর্ঘদিন ধরে মাছ চাষও বন্ধ রয়েছে। জেলা পরিষদ কীভাবে পুকুরে পাকা ঘর নির্মাণের জন্য ইজারা বন্দোবস্ত দেয় তা বোধগম্য নয়।’
রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু হালদার, রায়েন্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান ও শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. উসমান গনি জানান, তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী ওই পুকুরের পানি ব্যবহার করে।
রায়েন্দা ইউপির চেয়ারম্যান মো. আজমল হোসেন মুক্তা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পুকুরটি সাধারণ মানুষের জন্য সংস্কার করা প্রয়োজন।’
জানতে চাইলে বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বলেন, ‘এ বিষয়ে কেউ লিখিত আপত্তি দিলে তদন্ত করে প্রয়োজনে ইজারা বাতিল করা হবে।’

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারের মিষ্টি পানির পুকুরে দোকান-ঘর নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই পুকুর পাড়ে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট ও আরকেডিএস বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তব্য দেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এম এ রশিদ আকন, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. উসমান গণি, তাঁতি লীগ নেতা মো. শাহিন হোসেন, তাইজুল ইসলাম মিরাজসহ কয়েকজন শিক্ষার্থী।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী জানান, জেলা পরিষদের মালিকানাধীন শরণখোলার রায়েন্দা পুকুরের দক্ষিণ পাশে আধা-পাকা ঘর নির্মাণের জন্য সাতজনের নামে ২০২২ সালের ১৭ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত ইজারা বন্দোবস্ত দেওয়া হয়। বন্দোবস্তের একটি চিঠি সম্প্রতি তাঁর দপ্তরে পৌঁছেছে।
ওই চিঠিতে ইজারা বন্দোবস্ত নেওয়া সাত ব্যক্তি হচ্ছেন শিরিন সুলতানা রুমি, মো. আসাদুজ্জামান খান, উজ্জল সাহা, অম্বরিশ রায়, মৌসুফা নুর মুমু, মো. ইমরান উদ্দিন শুভ ও শিশির কুমার সাহা। তবে পুকুরটি স্থানীয় জনসাধারনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানান ইউএনও।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, ‘পুকুরটি রায়েন্দা বাজারের হাজার হাজার মানুষের মিষ্টি পানির চাহিদা পূরণ করে আসছে। সংরক্ষিত পুকুরটিতে দীর্ঘদিন ধরে মাছ চাষও বন্ধ রয়েছে। জেলা পরিষদ কীভাবে পুকুরে পাকা ঘর নির্মাণের জন্য ইজারা বন্দোবস্ত দেয় তা বোধগম্য নয়।’
রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু হালদার, রায়েন্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান ও শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. উসমান গনি জানান, তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী ওই পুকুরের পানি ব্যবহার করে।
রায়েন্দা ইউপির চেয়ারম্যান মো. আজমল হোসেন মুক্তা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পুকুরটি সাধারণ মানুষের জন্য সংস্কার করা প্রয়োজন।’
জানতে চাইলে বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বলেন, ‘এ বিষয়ে কেউ লিখিত আপত্তি দিলে তদন্ত করে প্রয়োজনে ইজারা বাতিল করা হবে।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে