মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দর জেটিতে ভিড়েছে এমভি ইউনিউইসডম জাহাজ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাহাজটি বন্দর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়। খালাসের সঙ্গে সঙ্গেই তা সড়কপথে বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মুন্সী মোহাম্মদ কামরুজ্জামান ও বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাক শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক আবুল হাশেম শামীম জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মূল্যবান বৈদ্যুতিক মালামাল নিয়ে বিদেশি জাহাজ এমভি ইউনিউইসডম সরাসরি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়েছে। তবে সম্পূর্ণ মালামাল খালাস করতে সময় লাগবে চার দিন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালান। এ চালানে রয়েছে ১ হাজার ৪২১ টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, ‘মোংলা বন্দরের বিদ্যমান অত্যাধুনিক সুযোগ-সুবিধার কারণেই দেশের বেশির ভাগ মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়েই আমদানি ও পরিবহন করা হচ্ছে। এতে বন্দর ব্যবহারকারীদের যেমন অর্থের সাশ্রয় হচ্ছে, তেমনি নিরাপদে ও দ্রুততম সময়ে মালামাল প্রকল্প এলাকায় নিতে পারছেন। পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় মোংলা বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘শুধু রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নয়, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও বঙ্গবন্ধু রেলসেতুসহ দেশের বিভিন্ন স্থানের সর্ববৃহৎ মেগা প্রকল্পের সব মালামাল আসছে এই বন্দর দিয়ে। আর এটি সম্ভব হচ্ছে সম্প্রতি মোংলা বন্দর চ্যানেলের আউটারবার খনন সম্পন্নের হওয়ার কারণে। আর চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে বড় জাহাজ বন্দরের জেটিতে সহজে ভিড়তে পারবে।’
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার এমভি কামিল্লা ও ৫ আগস্ট এমভি ড্রাগনবল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল।

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দর জেটিতে ভিড়েছে এমভি ইউনিউইসডম জাহাজ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাহাজটি বন্দর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়। খালাসের সঙ্গে সঙ্গেই তা সড়কপথে বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মুন্সী মোহাম্মদ কামরুজ্জামান ও বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাক শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক আবুল হাশেম শামীম জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মূল্যবান বৈদ্যুতিক মালামাল নিয়ে বিদেশি জাহাজ এমভি ইউনিউইসডম সরাসরি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। রাত ১০টার পর থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু করা হয়েছে। তবে সম্পূর্ণ মালামাল খালাস করতে সময় লাগবে চার দিন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালান। এ চালানে রয়েছে ১ হাজার ৪২১ টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, ‘মোংলা বন্দরের বিদ্যমান অত্যাধুনিক সুযোগ-সুবিধার কারণেই দেশের বেশির ভাগ মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়েই আমদানি ও পরিবহন করা হচ্ছে। এতে বন্দর ব্যবহারকারীদের যেমন অর্থের সাশ্রয় হচ্ছে, তেমনি নিরাপদে ও দ্রুততম সময়ে মালামাল প্রকল্প এলাকায় নিতে পারছেন। পদ্মা সেতুর কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় মোংলা বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘শুধু রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নয়, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও বঙ্গবন্ধু রেলসেতুসহ দেশের বিভিন্ন স্থানের সর্ববৃহৎ মেগা প্রকল্পের সব মালামাল আসছে এই বন্দর দিয়ে। আর এটি সম্ভব হচ্ছে সম্প্রতি মোংলা বন্দর চ্যানেলের আউটারবার খনন সম্পন্নের হওয়ার কারণে। আর চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে বড় জাহাজ বন্দরের জেটিতে সহজে ভিড়তে পারবে।’
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার এমভি কামিল্লা ও ৫ আগস্ট এমভি ড্রাগনবল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এ বন্দরে এসেছিল।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে