বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিনা লাভের বাজার’ চালু করেছে। এখান থেকে আলু, পেঁয়াজ, ডালসহ নানা পণ্য বাজারের চেয়ে কম দামে কিনতে পারছেন ক্রেতারা।
আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের পরিত্যক্ত যাত্রী ছাউনিতে এ বাজার চালু করেন স্বেচ্ছাসেবকরা। সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ বাজারে কম দামে পণ্য কিনতে ভিড় জমিয়েছেন স্বল্প আয়ের মানুষরা। খোলা বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে খুশি তাঁরা।
কচুয়া উপজেলার নুরুল হক বলেন, ‘দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এখানে কম দামে আলু, পেঁয়াজ, ডাল ও মিষ্টি কুমড়া কিনেছি। খুব উপকার হলো।’
আরেক ক্রেতা সোনাম উদ্দিন শেখ বলেন, ‘এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক। যদি এটি নিয়মিত হতো, তাহলে আমাদের জন্য আরও ভালো হতো।’
খোলা বাজারে ৭৫ টাকার আলু এখানে বিক্রি হয়েছে ৬৮ টাকায়। ১২০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকায়। ১১০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়।
এছাড়া মিষ্টি কুমড়া, লাউ, মুলা, লাল শাকসহ অন্যান্য সবজি বাজার মূল্যের চেয়ে কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ ক্রেতা এ বাজার থেকে স্বল্প মূল্যে পণ্য কিনেছেন।
‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হক শিমুল বলেন, ‘আমরা সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য এই উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রতি শুক্রবার এ কার্যক্রম চালু থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনা লাভের পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।’

বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিনা লাভের বাজার’ চালু করেছে। এখান থেকে আলু, পেঁয়াজ, ডালসহ নানা পণ্য বাজারের চেয়ে কম দামে কিনতে পারছেন ক্রেতারা।
আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের পরিত্যক্ত যাত্রী ছাউনিতে এ বাজার চালু করেন স্বেচ্ছাসেবকরা। সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। প্রতি শুক্রবার জুমার নামাজের পর এই বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ বাজারে কম দামে পণ্য কিনতে ভিড় জমিয়েছেন স্বল্প আয়ের মানুষরা। খোলা বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে খুশি তাঁরা।
কচুয়া উপজেলার নুরুল হক বলেন, ‘দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এখানে কম দামে আলু, পেঁয়াজ, ডাল ও মিষ্টি কুমড়া কিনেছি। খুব উপকার হলো।’
আরেক ক্রেতা সোনাম উদ্দিন শেখ বলেন, ‘এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক। যদি এটি নিয়মিত হতো, তাহলে আমাদের জন্য আরও ভালো হতো।’
খোলা বাজারে ৭৫ টাকার আলু এখানে বিক্রি হয়েছে ৬৮ টাকায়। ১২০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকায়। ১১০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকায়।
এছাড়া মিষ্টি কুমড়া, লাউ, মুলা, লাল শাকসহ অন্যান্য সবজি বাজার মূল্যের চেয়ে কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ ক্রেতা এ বাজার থেকে স্বল্প মূল্যে পণ্য কিনেছেন।
‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হক শিমুল বলেন, ‘আমরা সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য এই উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রতি শুক্রবার এ কার্যক্রম চালু থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনা লাভের পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।’

ঘন কুয়াশায় প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
৩৬ মিনিট আগে
এই রেকর্ড রুমে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ দলিল, ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষিত ছিল। তিনি আরও জানান, খুব বেশি প্রয়োজন ছাড়া ভবনের দরজা কেউ খুলতেন না।
৪৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে একটি পুরোনো আর্টিলারি শেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মৃত আসমত উল্লাহর বসতবাড়িতে এটি পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে স্থানীয় বাসিন্দাদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পাঁচ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা শেষ মোড়ে খাবার খেতে গেলে এই হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে