Ajker Patrika

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ৫

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৫, ২১: ২৭
সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস জব্দ, আটক ৫
হরিণের মাংসসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (১২ মার্চ) বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে এই মাংস ও শিকারের জন্য ব্যবহৃত ৮০টি ফাঁদ জব্দ করা হয়। এ সময় বোটে থাকা পাঁচ শিকারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) ও মো. মামুন (৩৫)। তাঁরা সবাই খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙিসহ আটক ব্যক্তিদের হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বন্য প্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত