Ajker Patrika

নিয়ামতপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৮ জন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৬: ১৯
নওগাঁর নিয়ামতপুরে একটি পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: আজকের
নওগাঁর নিয়ামতপুরে একটি পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: আজকের

নওগাঁর নিয়ামতপুরে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সরকারি নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি  (বিএম) পরীক্ষায় চারটি কেন্দ্রে ১ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ১ হাজার ২৮৭ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় কলেজ শাখায় ১ হাজার ৮ জন, আলিম শাখায় মোট শিক্ষার্থী ১২১ জন এবং এইচএসসি (বিএম শাখায়) মোট শিক্ষার্থী ১৯৬ জন। অর্থাৎ পরীক্ষার প্রথম দিনে ৩৮ শিক্ষার্থী অনুপস্থিত।

পরীক্ষা চলাকালীন নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, কেন্দ্র সচিব নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, টিকরামপুর বিএম কলেজের অধ্যক্ষ গোলাম সফি কামাল প্রমুখ।

ইউএনও মোছা. মুর্শিদা খাতুন সাংবাদিকদের বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবারে এইচএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে দিচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সব সুবিধা নিশ্চিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ