Ajker Patrika

গৃহবধূকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্টা‍

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ২০: ৪২
বগুড়ায় গৃহবধুকে হত্যার পর লাশ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্টা। ছবি: আজকের পত্রিকা
বগুড়ায় গৃহবধুকে হত্যার পর লাশ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

দিনদুপুরে বাড়িতে ঢুকে বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা (৫০) নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার উপজেলার ‘আজিজয়া মঞ্জিল’ নামক বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত গৃহবধূ দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজার রহমানের স্ত্রী। আজিজার রহমান দুপচাঁচিয়া উপজেলা মসজিদের খতিব এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি। এ ছাড়া তিনি ‘আজিজিয়া হজ কাফেলা’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

হত্যাকাণ্ডের পর ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, কাপড়চোপড় এলোমেলো এবং মেঝেতে একটি কুড়াল পড়ে রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আলমারি কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুড়াল দিয়ে আলমারি কাটার চেষ্টা করা হয়েছে।

এদিকে দিনদুপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখার মতো নৃশংস ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্কুলশিক্ষক মঈন খান জানান, মাদ্রাসাশিক্ষক আজিজার রহমানের তিন সন্তান। বড় ছেলে এবং মেয়ে ঢাকায় থাকেন। ছোট ছেলে সাদ বিন আজিজার রহমানই (২৪) শুধু মা-বাবার সঙ্গে দুপচাঁচিয়ায় থাকেন। সাদ ডিএস ফাজিল মাদ্রাসার কামিল শ্রেণিতে অধ্যয়নরত।

বগুড়ায় গৃহবধুকে হত্যার পর লাশ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্টা। ছবি: আজকের পত্রিকা
বগুড়ায় গৃহবধুকে হত্যার পর লাশ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও জানান, উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড থেকে ১০০ মিটার পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কসংলগ্ন চারতলা বাড়ি আজিজিয়া মঞ্জিলের তৃতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করেন আজিজার রহমান। তিনি এবং ছোট ছেলে প্রতিদিনের মতো সকাল ৯টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যান।

নিহতের স্বামী মাদ্রাসাশিক্ষক আজিজার রহমান বলেন, মাদ্রাসায় পৌঁছার পর সকাল ১০টার দিকে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। তাঁর ধারণা, সকাল ১০টার পর থেকে বেলা দেড়টার মধ্যেই ওই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। স্টিলের আলমারি কুড়াল দিয়ে কাটার চেষ্টা করা হয়েছে। তবে সেটা পারেনি। তাই এখন পর্যন্ত মনে হচ্ছে, টাকাপয়সা বা স্বর্ণালংকার নিতে পারেনি।

ছেলে সাদ বিন আজিজার জানান, তিনি বেলা ২টার পর বাড়িতে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখেন। পরে বিকল্প চাবি দিয়ে বাড়ির ভেতরে ঢোকার পর ঘরের সবকিছু এলোমেলো দেখতে পান। ডিপ ফ্রিজের দিকে তাকিয়ে সেটিকে ভালোভাবে লাগানো হয়নি বলে মনে হয়। এরপর সেটি খোলার পর তার ভেতরে মায়ের হাত বাঁধা লাশ দেখতে পান।

বাড়ির নিচতলার বাসিন্দা মাসকুরুর রহমান ও সাইদুল হক জানান, ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না। অন্য প্রতিবেশীরা বলছেন, তাঁরা কোনো চিৎকার বা কোনো শব্দ শোনেননি।

দুপচাঁচিয়া নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘দিনদুপুরে বাড়িতে ঢুকে এভাবে একজন নারীকে হত্যা এবং হত্যার পর তাঁর লাশ ডিপ ফ্রিজে রাখা ঘটনায় আমরা রীতিমতো শঙ্কিত।’

পুলিশের (দুপচাঁচিয়া–আদমদীঘি সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিপ ফ্রিজের মধ্যে উম্মে সালমার লাশ হাত ও পা বাঁধা অবস্থায় ছিল। তবে গলায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য আমরা লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে, বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে বাড়ি থেকে টাকাপয়সা বা স্বর্ণালংকার খোয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত