চবির পঞ্চম সমাবর্তন
চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। এতে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তন ঘিরে লাখো মানুষের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
সমাবর্তনে অংশ নিচ্ছেন ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯টি অনুষদের ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থী। এর মধ্যে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে।
সমাবর্তন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়ে বইছে উৎসবের আমেজ। প্রতিটি হল, অনুষদ ও প্রশাসনিক ভবন সেজেছে নতুন রূপে। সর্বত্র লেগেছে সংস্কারের ছোঁয়া। পুরো ক্যাম্পাসে সাজসাজ রব।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা ইতিমধ্যে গাউন-টুপি পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরছেন। পরিবার, বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। পুরো ক্যাম্পাস কালো গাউন আর টুপিতে ছেয়ে গেছে।

সিলেট থেকে আসা মাহবুব বলেন, ‘এটা অন্যরকম অনুভূতি। পরিবারের সঙ্গে নিজ ক্যাম্পাসে এসে গাউন-টুপি পরে সনদ পাওয়াটা সত্যিই স্বপ্নের মতো। পুরো বিশ্ববিদ্যালয় আজ এক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রশাসনের কাছে দাবি জানাব, তারা যেন এ ধারা অব্যাহত রাখে।’
দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শুরু হবে মূল অনুষ্ঠান। দীর্ঘ ১৮ বছর পর নিজ ক্যাম্পাসে আসছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ নোবেল পুরস্কার পাওয়ার পর ২০০৭ সালে সপরিবারে নিজের ক্যাম্পাসে এসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, এসএসএফ, ডিজিএফআই, এনএসএআই, পিজিআর, ডিবিসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সজাগ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠা হয়। এরপর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন, ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। এতে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তন ঘিরে লাখো মানুষের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
সমাবর্তনে অংশ নিচ্ছেন ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯টি অনুষদের ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থী। এর মধ্যে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করা হবে।
সমাবর্তন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়ে বইছে উৎসবের আমেজ। প্রতিটি হল, অনুষদ ও প্রশাসনিক ভবন সেজেছে নতুন রূপে। সর্বত্র লেগেছে সংস্কারের ছোঁয়া। পুরো ক্যাম্পাসে সাজসাজ রব।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা ইতিমধ্যে গাউন-টুপি পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরছেন। পরিবার, বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। পুরো ক্যাম্পাস কালো গাউন আর টুপিতে ছেয়ে গেছে।

সিলেট থেকে আসা মাহবুব বলেন, ‘এটা অন্যরকম অনুভূতি। পরিবারের সঙ্গে নিজ ক্যাম্পাসে এসে গাউন-টুপি পরে সনদ পাওয়াটা সত্যিই স্বপ্নের মতো। পুরো বিশ্ববিদ্যালয় আজ এক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রশাসনের কাছে দাবি জানাব, তারা যেন এ ধারা অব্যাহত রাখে।’
দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শুরু হবে মূল অনুষ্ঠান। দীর্ঘ ১৮ বছর পর নিজ ক্যাম্পাসে আসছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ নোবেল পুরস্কার পাওয়ার পর ২০০৭ সালে সপরিবারে নিজের ক্যাম্পাসে এসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, এসএসএফ, ডিজিএফআই, এনএসএআই, পিজিআর, ডিবিসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সজাগ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠা হয়। এরপর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন, ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে