রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে দেলোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূর বিচ্ছিন্ন ধড় উদ্ধারের পর পৃথক স্থানে মাটি খুঁড়ে মাথা ও তাঁর শিশুকন্যার (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে বড় বদনাপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আতিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী দেলোয়ারার খণ্ডিত মাথা ও শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচখেত থেকে নারীর মাথাহীন লাশ উদ্ধার করে। পরে পুলিশ নিশ্চিত হয়, হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। দোলোয়ারার সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাঁরা দুজন গ্রামগঞ্জে গানবাজনা করে বেড়াতেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় পুলিশ আতিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শনিবার বিকেল সাড়ে ৩টায় তাঁর দেওয়া তথ্যমতে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করে।
এরপর দেলোয়ারা বেগমের তালাকপ্রাপ্ত স্বামী পুলিশকে জানান, তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের মেয়ে সায়মাও ছিল। পুলিশ আজ সকালে অভিযুক্ত আতিকুলের বাড়ির পেছন থেকে বিভিন্ন প্রজাতির গাছের বাগানে পুঁতে রাখা শিশু সাইমার লাশ উদ্ধার করে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, আতিকুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে, দেড় মাস আগে ওই নারীর শিশুকন্যা সাইমাকে হত্যার পর লুঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পাশের বাগানে তিন-চার ফুট গর্ত করে পুঁতে রাখেন আতিকুল। পুলিশ টিম নিয়ে সেখানে যায়। মাটি খুঁড়ে ওই শিশুর লাশ উদ্ধার করে আজ সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে শনিবার আতিকুলের স্বীকারোক্তি মোতাবেক ওই নারীর খণ্ডিত মাথা, একটি ব্যাগ ও বাক্স উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতেই পীরগঞ্জ থানার উপপরিদর্শক অন্তত কুমার বাদী হয়ে মামলা করেন। এই মামলায় আতিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

রংপুরের পীরগঞ্জে দেলোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূর বিচ্ছিন্ন ধড় উদ্ধারের পর পৃথক স্থানে মাটি খুঁড়ে মাথা ও তাঁর শিশুকন্যার (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে বড় বদনাপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আতিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী দেলোয়ারার খণ্ডিত মাথা ও শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচখেত থেকে নারীর মাথাহীন লাশ উদ্ধার করে। পরে পুলিশ নিশ্চিত হয়, হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। দোলোয়ারার সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাঁরা দুজন গ্রামগঞ্জে গানবাজনা করে বেড়াতেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় পুলিশ আতিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শনিবার বিকেল সাড়ে ৩টায় তাঁর দেওয়া তথ্যমতে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করে।
এরপর দেলোয়ারা বেগমের তালাকপ্রাপ্ত স্বামী পুলিশকে জানান, তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের মেয়ে সায়মাও ছিল। পুলিশ আজ সকালে অভিযুক্ত আতিকুলের বাড়ির পেছন থেকে বিভিন্ন প্রজাতির গাছের বাগানে পুঁতে রাখা শিশু সাইমার লাশ উদ্ধার করে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, আতিকুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে, দেড় মাস আগে ওই নারীর শিশুকন্যা সাইমাকে হত্যার পর লুঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পাশের বাগানে তিন-চার ফুট গর্ত করে পুঁতে রাখেন আতিকুল। পুলিশ টিম নিয়ে সেখানে যায়। মাটি খুঁড়ে ওই শিশুর লাশ উদ্ধার করে আজ সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে শনিবার আতিকুলের স্বীকারোক্তি মোতাবেক ওই নারীর খণ্ডিত মাথা, একটি ব্যাগ ও বাক্স উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতেই পীরগঞ্জ থানার উপপরিদর্শক অন্তত কুমার বাদী হয়ে মামলা করেন। এই মামলায় আতিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৪ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে