কাপ্তাই (রাঙামাটি) প্রতিটি

হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে আজ সোমবার উৎপাদন বেড়ে হয়েছে ১৬৬ মেগাওয়াট।
গত চার দিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সচল হয়ে উঠছে এক সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট। গতকাল বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৩৫ মেগাওয়াট। আজ পাঁচ ইউনিটে সর্বমোট ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
যদিও পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৬ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহূর্তে ৯০.৯২ ফুট মীন সী লেভেল পানি থাকার কথা।
কিন্তু হ্রদে আজ পানি রয়েছে ৮৬.২৫ ফুট মীন সী লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন লেভেল।’ উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে আজ সোমবার উৎপাদন বেড়ে হয়েছে ১৬৬ মেগাওয়াট।
গত চার দিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সচল হয়ে উঠছে এক সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট। গতকাল বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৩৫ মেগাওয়াট। আজ পাঁচ ইউনিটে সর্বমোট ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
যদিও পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৬ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহূর্তে ৯০.৯২ ফুট মীন সী লেভেল পানি থাকার কথা।
কিন্তু হ্রদে আজ পানি রয়েছে ৮৬.২৫ ফুট মীন সী লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন লেভেল।’ উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

দেশে বর্তমানে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত রয়েছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজারের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, ২০৩০ সালের মধ্যেই সরকার শিশুশ্রম দূর করতে চায়।
২৬ মিনিট আগে
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আট আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে কলেজশিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার র্যাব-১২ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে সাকিনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩২ মিনিট আগে