নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোছাম্মৎ ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ জুন) চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। ফজিলাতুন্নেছা নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক একরাম হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। তাঁর ক্যানসার লিভারসহ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। একটি বেসরকারি হাসপাতালে তিনি দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসা নেওয়া অবস্থায় তাঁর কোভিড ধরা পড়ে। পরে আমাদের হাসপাতালে রেফার করা হয়। এখানে ভর্তির পর তাঁকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার তিনি মারা যান।’
এর আগে ১৬ জুন মিরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের একজনের করোনায় মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়। তিনি অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় ভুগছিলেন এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসকেরা।
এ নিয়ে জুনে কোভিড সংক্রমণ শুরুর পর দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এর আগের ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে। নতুন কোভিড আক্রান্ত সবাই নগরীর বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫৫ জনই নগরীর। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
করোনা ভাইরাস নতুন করে সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরের আন্দরকিল্লায় অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৫টি আইসিইউ বেড রয়েছে। এই হাসপাতালে কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে সদরঘাটে অবস্থিত মেমন-২ হাসপাতালেও ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা রয়েছে। এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোছাম্মৎ ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ জুন) চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। ফজিলাতুন্নেছা নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক একরাম হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। তাঁর ক্যানসার লিভারসহ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। একটি বেসরকারি হাসপাতালে তিনি দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসা নেওয়া অবস্থায় তাঁর কোভিড ধরা পড়ে। পরে আমাদের হাসপাতালে রেফার করা হয়। এখানে ভর্তির পর তাঁকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার তিনি মারা যান।’
এর আগে ১৬ জুন মিরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের একজনের করোনায় মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়। তিনি অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় ভুগছিলেন এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসকেরা।
এ নিয়ে জুনে কোভিড সংক্রমণ শুরুর পর দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এর আগের ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে। নতুন কোভিড আক্রান্ত সবাই নগরীর বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫৫ জনই নগরীর। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
করোনা ভাইরাস নতুন করে সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরের আন্দরকিল্লায় অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৫টি আইসিইউ বেড রয়েছে। এই হাসপাতালে কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে সদরঘাটে অবস্থিত মেমন-২ হাসপাতালেও ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা রয়েছে। এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে