নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোছাম্মৎ ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ জুন) চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। ফজিলাতুন্নেছা নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক একরাম হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। তাঁর ক্যানসার লিভারসহ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। একটি বেসরকারি হাসপাতালে তিনি দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসা নেওয়া অবস্থায় তাঁর কোভিড ধরা পড়ে। পরে আমাদের হাসপাতালে রেফার করা হয়। এখানে ভর্তির পর তাঁকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার তিনি মারা যান।’
এর আগে ১৬ জুন মিরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের একজনের করোনায় মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়। তিনি অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় ভুগছিলেন এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসকেরা।
এ নিয়ে জুনে কোভিড সংক্রমণ শুরুর পর দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এর আগের ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে। নতুন কোভিড আক্রান্ত সবাই নগরীর বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫৫ জনই নগরীর। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
করোনা ভাইরাস নতুন করে সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরের আন্দরকিল্লায় অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৫টি আইসিইউ বেড রয়েছে। এই হাসপাতালে কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে সদরঘাটে অবস্থিত মেমন-২ হাসপাতালেও ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা রয়েছে। এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোছাম্মৎ ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ জুন) চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। ফজিলাতুন্নেছা নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক একরাম হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। তাঁর ক্যানসার লিভারসহ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। একটি বেসরকারি হাসপাতালে তিনি দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসা নেওয়া অবস্থায় তাঁর কোভিড ধরা পড়ে। পরে আমাদের হাসপাতালে রেফার করা হয়। এখানে ভর্তির পর তাঁকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার তিনি মারা যান।’
এর আগে ১৬ জুন মিরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের একজনের করোনায় মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়। তিনি অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় ভুগছিলেন এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসকেরা।
এ নিয়ে জুনে কোভিড সংক্রমণ শুরুর পর দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এর আগের ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে। নতুন কোভিড আক্রান্ত সবাই নগরীর বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫৫ জনই নগরীর। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
করোনা ভাইরাস নতুন করে সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরের আন্দরকিল্লায় অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৫টি আইসিইউ বেড রয়েছে। এই হাসপাতালে কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে সদরঘাটে অবস্থিত মেমন-২ হাসপাতালেও ২০টি আইসোলেশন বেড প্রস্তুত করা রয়েছে। এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৫ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে