হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় মিলা আক্তার (১৩) নামে এক মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীর ছয়তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ গেটসংলগ্ন সিটি মার্কেটে এ ঘটনা ঘটে।
মিলা আক্তার উপজেলা সদরের খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত ছিল। মিলা উপজেলার মহিষমারী গ্রামের মিজান সরকারের মেয়ে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাদলুল আজিম আবরার আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ছাদ থেকে পড়ার কারণে তার থুতনি ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।’
স্থানীয়রা বলছেন, তার মা মরিয়ম এই বিল্ডিংয়ে অবস্থিত একটি প্রাইভেট হাসপাতালে সেবিকার চাকরি করেন। এর ওপরতলায় তাদের বাসা ছিল। সে কারণেই মিলা দুপুরে ছাদে যায় এবং সেখান থেকে পড়ে যায়।
মিলার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিলা মাঝেমধ্যে এলোমেলো কথাবার্তা বলত। পরিচিতজনদের মতে, তার চিকিৎসা চলছিল এবং সে চুপচাপ থাকত। মাঝেমধ্যে খুব বেশি উত্তেজিত হয়ে পড়ত।’
ওই কিশোরীর ফুপাতো ভাই হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। এখনো চিকিৎসাধীন। সে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতাও পায়। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। সে মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী ছিল। তাকে চিকিৎসাও করানো হচ্ছিল। সমাজসেবা অধিদপ্তর থেকে সে ভাতাও পেত।’

কুমিল্লার হোমনায় মিলা আক্তার (১৩) নামে এক মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীর ছয়তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ গেটসংলগ্ন সিটি মার্কেটে এ ঘটনা ঘটে।
মিলা আক্তার উপজেলা সদরের খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত ছিল। মিলা উপজেলার মহিষমারী গ্রামের মিজান সরকারের মেয়ে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাদলুল আজিম আবরার আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ছাদ থেকে পড়ার কারণে তার থুতনি ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।’
স্থানীয়রা বলছেন, তার মা মরিয়ম এই বিল্ডিংয়ে অবস্থিত একটি প্রাইভেট হাসপাতালে সেবিকার চাকরি করেন। এর ওপরতলায় তাদের বাসা ছিল। সে কারণেই মিলা দুপুরে ছাদে যায় এবং সেখান থেকে পড়ে যায়।
মিলার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিলা মাঝেমধ্যে এলোমেলো কথাবার্তা বলত। পরিচিতজনদের মতে, তার চিকিৎসা চলছিল এবং সে চুপচাপ থাকত। মাঝেমধ্যে খুব বেশি উত্তেজিত হয়ে পড়ত।’
ওই কিশোরীর ফুপাতো ভাই হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। এখনো চিকিৎসাধীন। সে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতাও পায়। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। সে মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী ছিল। তাকে চিকিৎসাও করানো হচ্ছিল। সমাজসেবা অধিদপ্তর থেকে সে ভাতাও পেত।’

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৩ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩৯ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪১ মিনিট আগে