Ajker Patrika

নওগাঁয় গণিতে ভুল ধরায় ছাত্রকে পেটালেন শিক্ষক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁয় গণিতে ভুল ধরায় ছাত্রকে পেটালেন শিক্ষক

নওগাঁর মান্দায় গণিত ক্লাসে শিক্ষকের ভুল ধরায় এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ সাফি (১১)। সে গোবিন্দপুর গ্রামের আনিছুর রহমান মণ্ডলের ছেলে ও গোবিন্দপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাঁকে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্ত শিক্ষক ইয়ামিন হোসেন ওই উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর গ্রামের বাসিন্দা।

শিক্ষার্থী সাফি জানায়, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে সহকারী শিক্ষক ইয়ামিনের গণিত ক্লাস চলছিল। তিনি ক্লাসে লসাগুর পূর্ণ রূপ ভুলভাবে উপস্থাপন করছিলেন। সেই ভুল ধরিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাঁশের ছড়ি দিয়ে সফিকে বেদম মারধর করেন।

সাফির মা নাদিরা বেগম বলেন, ‘ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। অঙ্ক ক্লাসে ভুল ধরায় শিক্ষক ইয়ামিন হোসেন ছেলের শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে মারাত্মক জখম করে। সন্ধ্যার দিকে তাকে মান্দা হাসপাতালে ভর্তি করা হয়।’

জানতে চাইলে শিক্ষক ইয়ামিন বলেন, ‘গণিত ক্লাস চলাকালে শিক্ষার্থী সাফি আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। তাই তাকে একটু শাসন করা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলেছি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।’

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ইউএনও শাহ আলম মিয়া বলেন, ‘এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত