
লক্ষ্মীপুরে তুলে নিয়ে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আজ রোববার সকালে নির্যাতিত ওই নারী বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন।
এর আগে গতকাল শনিবার রাতে চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন প্রকাশ লিটন নামের একজনকে আটক করে পুলিশ। পরে আজ দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় আটক জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ওই নারী শহরের কাঁচাবাজার করতে আসেন। এ সময় ইউসুফ হোসেনসহ তিনজন কৌশলে তাঁকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেন। এরপর চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনের বাড়িতে নিয়ে গিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁকে বেদম মারধর করে পালিয়ে যান তাঁরা।
পরে শনিবার সকালে ওই ঘর থেকে বের হয়ে চন্দ্রগঞ্জ থানায় পুলিশকে বিষয়টি অবহিত করেন ওই নারী। পরে রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। আজ সকালে নির্যাতিত নারী জাহাঙ্গীর হোসেন ওরফে লিটন, ইউসুফ হোসেন, পারভেজ হোসেন ও রাজন হোসেন রাজাকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা করেন।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে