ঢাবি সংবাদদাতা
দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল শনিবার রাত ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যে অবস্থান নেন শিক্ষার্থীরা। ঘোষিত হয় ধর্ষণবিরোধী মঞ্চ। এ সময় তাঁরা ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং মাগুরার শিশু আসিয়ার সঙ্গে সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ডের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।
রাত ২টায় রাজু ভাস্কর্যে অবস্থানকালে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি। এই মঞ্চের আওতায় লাগাতার কর্মসূচি পালন করার কথা বলেন তিনি।
দুই দফা ঘোষণা করে তিনি বলেন, ‘ধর্ষণের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সব ধর্ষণ ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া মাগুরার শিশু আসিয়ার ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’
আজ রোববার কর্মসূচি ঘোষণা করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, ‘আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্য থেকে দুই দফা দাবিতে মশাল মিছিল হবে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে মিছিল নিয়ে এসে এতে অংশ নেবেন।
এ সময় শিশু আসিয়ার ধর্ষণের বিচার নিশ্চিতে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলার আল্টিমেটাম দেন উমামা ফাতেমা।
শনিবার রাত ১২টায় ঢাবির বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার নামে ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’ স্লোগান নিয়ে হল থেকে বের হয়ে আসেন। হল থেকে ছাত্রীরা অভ্যুত্থানের ১৪ জুলাইয়ের রাতের মতো হাঁড়ি-পাতিল হাতে বাজনা বাজাতে বাজাতে বের হয়ে আসেন। ক্রমান্বয়ে তাদের সঙ্গে যোগ দেন হলের ছাত্ররা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নেন তাঁরা।
শুরুতে কবি সুফিয়া কামাল হল, পরে ক্রমান্বয়ে ড. মো. শহীদুল্লাহ্ হল, রোকেয়া হল ও অন্যান্য হলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যোগ দেন। কবি সুফিয়া কামাল হল ও ড. মো শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীদের মিছিলটি কার্জন হল, টিএসসি, ভিসি চত্বর, হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যে আসে। রাত ১টায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন তাঁরা।
মিছিলে এবং অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘হ্যাং দ্যা রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, ধর্ষকদের কবর খোঁড়’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, ‘প্রত্যেকটা ধর্ষককে বাংলার মাটিতে কবর দিতে হবে। যারা আমাদের বোনদের জীবন নষ্ট করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।’
ছাত্র ফেডারেশনের নেত্রী সীমা আক্তার বলেন, ‘ছাত্রজনতার ম্যান্ডেট নিয়ে আসা এই সরকার কিছুই ছাত্রজনতার নিরাপত্তা নিশ্চিত করতে কিছুই করেনি। দেশজুড়ে বীভৎস নানা ঘটনা ঘটে যাচ্ছে। আট বছরের শিশু আসিয়ার সঙ্গে ভয়ংকর সহিংসতা ঘটে। স্বরাষ্ট্র কিংবা আইন উপদেষ্টা কেউই কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা সব ধর্ষকের বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’ স্লোগান দেন তিনি।
আরও খবর পড়ুন:–
দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল শনিবার রাত ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যে অবস্থান নেন শিক্ষার্থীরা। ঘোষিত হয় ধর্ষণবিরোধী মঞ্চ। এ সময় তাঁরা ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং মাগুরার শিশু আসিয়ার সঙ্গে সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ডের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।
রাত ২টায় রাজু ভাস্কর্যে অবস্থানকালে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি। এই মঞ্চের আওতায় লাগাতার কর্মসূচি পালন করার কথা বলেন তিনি।
দুই দফা ঘোষণা করে তিনি বলেন, ‘ধর্ষণের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সব ধর্ষণ ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া মাগুরার শিশু আসিয়ার ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’
আজ রোববার কর্মসূচি ঘোষণা করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, ‘আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্য থেকে দুই দফা দাবিতে মশাল মিছিল হবে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে মিছিল নিয়ে এসে এতে অংশ নেবেন।
এ সময় শিশু আসিয়ার ধর্ষণের বিচার নিশ্চিতে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলার আল্টিমেটাম দেন উমামা ফাতেমা।
শনিবার রাত ১২টায় ঢাবির বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার নামে ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’ স্লোগান নিয়ে হল থেকে বের হয়ে আসেন। হল থেকে ছাত্রীরা অভ্যুত্থানের ১৪ জুলাইয়ের রাতের মতো হাঁড়ি-পাতিল হাতে বাজনা বাজাতে বাজাতে বের হয়ে আসেন। ক্রমান্বয়ে তাদের সঙ্গে যোগ দেন হলের ছাত্ররা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নেন তাঁরা।
শুরুতে কবি সুফিয়া কামাল হল, পরে ক্রমান্বয়ে ড. মো. শহীদুল্লাহ্ হল, রোকেয়া হল ও অন্যান্য হলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যোগ দেন। কবি সুফিয়া কামাল হল ও ড. মো শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীদের মিছিলটি কার্জন হল, টিএসসি, ভিসি চত্বর, হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যে আসে। রাত ১টায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন তাঁরা।
মিছিলে এবং অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘হ্যাং দ্যা রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, ধর্ষকদের কবর খোঁড়’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, ‘প্রত্যেকটা ধর্ষককে বাংলার মাটিতে কবর দিতে হবে। যারা আমাদের বোনদের জীবন নষ্ট করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।’
ছাত্র ফেডারেশনের নেত্রী সীমা আক্তার বলেন, ‘ছাত্রজনতার ম্যান্ডেট নিয়ে আসা এই সরকার কিছুই ছাত্রজনতার নিরাপত্তা নিশ্চিত করতে কিছুই করেনি। দেশজুড়ে বীভৎস নানা ঘটনা ঘটে যাচ্ছে। আট বছরের শিশু আসিয়ার সঙ্গে ভয়ংকর সহিংসতা ঘটে। স্বরাষ্ট্র কিংবা আইন উপদেষ্টা কেউই কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা সব ধর্ষকের বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’ স্লোগান দেন তিনি।
আরও খবর পড়ুন:–
খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে মারধর, চাঁদাবাজির ঘটনায় সুন্দরবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সান্নু ইসলাম সালাহউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন নগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। এ মামলায় আজ শুক্রবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে
৯ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার দাদাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর কাঙ্গালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিন আরাফাত ও মো. নিরবের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ২-৩ জনের
১১ মিনিট আগেরাজশাহী মহানগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম হোসেনকে খুনের ঘটনার মাস্টারমাইন্ড নান্টু ও তাঁর সহযোগীদের সম্পর্কে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, নান্টু তাঁর দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন মামলার আসামি। এ ছাড়া মামলার অন্য আসামিরা মাদক বিক্রেতা ও সেবনকারী। এদিকে হত্যার ঘটনা
২১ মিনিট আগেচট্টগ্রাম নগরের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগরের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ
৩৪ মিনিট আগে