Ajker Patrika

মাঝ পদ্মায় আটকা ৪ ফেরি, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মধ্যরাত থেকে চলাচল বন্ধ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৬
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মধ্যরাত থেকে চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মধ্যরাত থেকে চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়েছে। দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল বুধবার রাত পৌনে ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মাঝ পদ্মায় আটকা ফেরিগুলো হলো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, জাহাঙ্গীর, গোলাম মোল্লা ও এনায়েতপুরী।

এদিকে মধ্যরাতে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রী ও যানবাহনশ্রমিকেরা তীব্র দুর্ভোগের শিকার হন।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার সন্ধ্যা থেকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় চারটি ফেরি নদীতে আটকা পড়ে, যে কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত