নিজস্ব প্রতিবেদক, সাভার ও সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আমিনবাজার বিদ্যুতের সুপার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় সাভার ও আশুলিয়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পাওয়ার গ্রিডের এই বিদ্যুৎ উপকেন্দ্রটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ সংলগ্ন চানপুর এলাকায় অবস্থিত। উপকেন্দ্রটি ৪০০/ ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ গোলাম কাউসার তালুকদার বলেন, আজ সকাল ৭টার দিকে আমিনবাজার সুপার গ্রিডে আগুন লাগে। খবর পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। সকাল ৯টার পরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে আরও ৭টি ইউনিট যুক্ত হয়।
জিএম গোলাম কাউসার তালুকদার আরও বলেন, ‘এই গ্রিড থেকে প্রতিদিন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যার মধ্যে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১ ব্যবহার করে ৩০ মেগাওয়াট আর ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ ব্যবহার করে ১২০ মেগাওয়াট। আগুন লাগার কারণে উৎপাদন বন্ধ থাকায় সাভার থানা এলাকাসহ আশুলিয়া থানার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ধামরাই থেকে বিকল্পভাবে বিদ্যুৎ এনে সাভারের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

সাভারের আমিনবাজার বিদ্যুতের সুপার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় সাভার ও আশুলিয়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পাওয়ার গ্রিডের এই বিদ্যুৎ উপকেন্দ্রটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ সংলগ্ন চানপুর এলাকায় অবস্থিত। উপকেন্দ্রটি ৪০০/ ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ গোলাম কাউসার তালুকদার বলেন, আজ সকাল ৭টার দিকে আমিনবাজার সুপার গ্রিডে আগুন লাগে। খবর পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। সকাল ৯টার পরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে আরও ৭টি ইউনিট যুক্ত হয়।
জিএম গোলাম কাউসার তালুকদার আরও বলেন, ‘এই গ্রিড থেকে প্রতিদিন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যার মধ্যে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১ ব্যবহার করে ৩০ মেগাওয়াট আর ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ ব্যবহার করে ১২০ মেগাওয়াট। আগুন লাগার কারণে উৎপাদন বন্ধ থাকায় সাভার থানা এলাকাসহ আশুলিয়া থানার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। ধামরাই থেকে বিকল্পভাবে বিদ্যুৎ এনে সাভারের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৩৬ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে