
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগে রায়হান কবির ইমন নামের এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিক্ষুদ্ধ চিকিৎসক-কর্মীরা।
এর আগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও অভিযুক্ত ইমনকে হাসপাতালে অবরুদ্ধ করে রাখেন অন্য ইন্টার্ন চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হন।
ইন্টার্ন চিকিৎসকেরা জানান, গতকাল রোববার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৯০৭ নম্বর ওয়াশরুমে এক নারী চিকিৎসক স্পাই কলম ক্যামেরা দেখতে পান ৷ তিনি ওই ক্যামেরা নিয়ে বের হলে ইন্টার্ন চিকিৎসক ইমন ক্যামেরাটি নিতে ধস্তাধস্তি করেন। তিনি ওই নারী চিকিৎসককে একটি কক্ষে আটকে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে কলম ক্যামেরাটি ভেঙে ফেলা হয়। গতকাল রাতেই ওই নারী চিকিৎসক যৌন হয়রানির অভিযোগ এনে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত আবেদন করেন। গত পাঁচ বছর ধরে নারী ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে।
আজ সার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু হানিফকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন হাসপাতালের পরিচালক। দুপুরে হাসপাতালের কক্ষে বিষয়টি জানার চেষ্টা করা হলে ইমনসহ পরিচালককে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন অন্য চিকিৎসকেরা। পুলিশের কাছে সোপর্দের আগে ইমনকে উত্তম-মধ্যম দেন ক্ষুব্ধরা।
নাম প্রকাশ না করার শর্তে এক ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘আমরা আতঙ্কিত, শঙ্কিত। যদি এর আগে গোপন ক্যামেরায় কারও দৃশ্য ধারণ করে থাকে, তাহলে আত্মসম্মান নিয়ে টানাটানি হতে পারে।’ বিষয়টি গুরুত্বের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান তিনি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ বলেন, এ ঘটনায় তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে ইমনকে বহিষ্কার করা হয়েছে। ইমনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, অভিযুক্ত ইমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংঘটিত ঘটনার পূর্বাপর বিষয় নিবিড়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ লেখা পর্যন্ত মামলা হয়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিপুল সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার (সম্পত্তির তত্ত্বাবধায়ক) নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
৬ মিনিট আগে
বন্দরকেন্দ্রিক বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে তিনি এই আশ্বাস দেন।
৯ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব কধুরখীল উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্কনীতি) সৈয়দ মুশফিকুর রহমান বলেছেন, ‘দেশে এখন আমাদের সামনে নির্বাচন আছে। আমরা একটা পিসফুল ট্রানজেকশন দেখতে চাই। আনঅথরাইজড বা স্মাগলিং, আর্মস এগুলো বাংলাদেশে ঢুকবে না। কাস্টমস যেন এই জায়গাটায় ফোকাস করে। সোসাইটি প্রটেক্ট করতে হবে। আমাদের ইমপোর্ট পলিসিতে...
১৬ মিনিট আগে