সবুর শুভ, চট্টগ্রাম

জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়া উপকূলের ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে। জায়গাটি সোমালিয়ার গ্যারাকাড সমুদ্রতীরে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
স্যাটেলাইট ট্র্যাকিংয়ের (অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম) মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দেওয়া সর্বশেষ আপডেটে জানান, জাহাজের ২৩ নাবিক সুস্থ ও নিরাপদ রয়েছেন। জাহাজটি সোমালিয়ার গ্যারাকাড সমুদ্রতীরে নোঙর করেছে।
এমভি আবদুল্লাহ জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ১৯ মার্চ জাহাজটি সংযুক্ত আরব আমিরাত পৌঁছানোর কথা ছিল। কিন্তু মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জিম্মি হন ২৩ নাবিক। এরপর পেরিয়ে গেছে ৬০ ঘণ্টার বেশি সময়।
বিএমএমওএ সভাপতি এনাম আহমেদ চৌধুরী বলেন, এখন ডাকাতেরা কয়েক দিন অপেক্ষা করবে। নিজেদের অবস্থান সংহত করবে। নাবিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে। তারপর জাহাজমালিকের সঙ্গে যোগাযোগ শুরু করতে পারে।
জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মুখপাত্র মো. মিজানুল ইসলাম বলেন, ‘জলদস্যুদের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। নাবিকেরা সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জেনেছি। আমরা যেকোনো কিছুর বিনিময়ে ওই জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনব ইনশা আল্লাহ।’ ২০১০ সালে তাঁদের জাহাজ ‘জাহান মনি’কে জলদস্যুর কবল থেকে মুক্ত করার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাব এবার।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়া উপকূলের ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে। জায়গাটি সোমালিয়ার গ্যারাকাড সমুদ্রতীরে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
স্যাটেলাইট ট্র্যাকিংয়ের (অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম) মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দেওয়া সর্বশেষ আপডেটে জানান, জাহাজের ২৩ নাবিক সুস্থ ও নিরাপদ রয়েছেন। জাহাজটি সোমালিয়ার গ্যারাকাড সমুদ্রতীরে নোঙর করেছে।
এমভি আবদুল্লাহ জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ১৯ মার্চ জাহাজটি সংযুক্ত আরব আমিরাত পৌঁছানোর কথা ছিল। কিন্তু মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জিম্মি হন ২৩ নাবিক। এরপর পেরিয়ে গেছে ৬০ ঘণ্টার বেশি সময়।
বিএমএমওএ সভাপতি এনাম আহমেদ চৌধুরী বলেন, এখন ডাকাতেরা কয়েক দিন অপেক্ষা করবে। নিজেদের অবস্থান সংহত করবে। নাবিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে। তারপর জাহাজমালিকের সঙ্গে যোগাযোগ শুরু করতে পারে।
জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মুখপাত্র মো. মিজানুল ইসলাম বলেন, ‘জলদস্যুদের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। নাবিকেরা সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জেনেছি। আমরা যেকোনো কিছুর বিনিময়ে ওই জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনব ইনশা আল্লাহ।’ ২০১০ সালে তাঁদের জাহাজ ‘জাহান মনি’কে জলদস্যুর কবল থেকে মুক্ত করার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাব এবার।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১৭ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে