শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

সিলেট বিএনপির অবস্থান কর্মসূচির অনুমতি বাতিল করল পুলিশ

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০০:৫২

কর্মসূচিকে ঘিরে বিএনপির প্রস্তুতি। ছবি: আজকের পত্রিকা সিলেট জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচির অনুমতি বাতিল করে ইনডোরে করার নির্দেশক্রমে অনুরোধ করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি) স্বাক্ষরিত এক আদেশে অনিবার্য কারণবশত এই অনুমতি বাতিল করা হয়। 

রাত ১২টায় এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদিপ দাস আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আউটডোরের কর্মসূচি ইনডোরে করবে কীভাবে? স্বাধীনতার মাসে আমাদের শহীদ মিনারে বসতেও দেবে না এটা কেমন কথা। আমরা কর্মসূচি পালন করব।’ 

এসএমপির আদেশে বলা হয়েছে, ১ এপ্রিল বেলা ২টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও চন্ডিপুলস্থ কুশিয়ারা সেন্টার সংলগ্ন মার্কেটের সম্মুখে অবস্থান কর্মসূচির আবেদন শর্ত সাপেক্ষে অনুমতি প্রদান করা হয়। অনিবার্য কারণবশত উক্ত অনুমতি বাতিল করা হলো। কর্মসূচি যেকোনো ইনডোর প্রতিষ্ঠানে করার জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করা হলো। 

শহীদ মিনারে প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা আদেশটি এসএমপির উপ-কমিশনার (উত্তর/দক্ষিণ/ট্রাফিক) ও কোতোয়ালি মডেল/দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জদের পাঠানো হয়েছে। এছাড়াও এসএমপি পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনারকেও (সদর প্রশাসন/ক্রাইম অ্যান্ড অপস) জানানো হয়েছে। 

এর আগে শুক্রবার বেলা ২টার দিকে পুলিশ প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গত ২৭ মার্চ এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা এতদিন কিছু বলেনি। কর্মসূচির আগের দিন বলছে, এখানে অনুষ্ঠান করা যাবে না। স্বাধীনতার মাসে শহীদ মিনারে ঢুকতে দিচ্ছে না, এটা অন্যায়। পুলিশ বাধা দিতে চাইলে আগে দিতে পারত, কর্মসূচির আগের দিন মেনে নেওয়া যায় না। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি অ্যান্ড মিডিয়া) সুদীপ দাস বলেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। রোজার মাস সার্বিক বিবেচনায় তারা চাইলে কোনো ইনডোরে এই কর্মসূচির আয়োজন করতে পারে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    ডুমুরিয়ায় এক বিদ্যালয়ে ২২ স্কুলছাত্রী এক সঙ্গে অসুস্থ

    ট্রেনের নামকরণের দাবিতে নীলফামারীতে ট্রেন অবরোধ

    টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের দণ্ড

    চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে জখম, যুবলীগের নেতাসহ ৩ জন গ্রেপ্তার

    আটপাড়ায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন 

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০