রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

নাটোরে বিএনপির ইফতার ঠেকাতে আ.লীগের ‘শান্তি সমাবেশ’, মঞ্চ ভাঙচুর

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১১:০৫

নাটোরের উপশহর মাঠে গতকাল রাতে ভাঙচুর করা হয় বিএনপির ইফতার মাহফিলের মঞ্চ। ছবি: আজকের পত্রিকা নাটোরে ১০ দফা দাবি আদায়ে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে পাল্টা ‘শান্তি সমাবেশ’ পালনের ঘোষণা করেছে পৌর আওয়ামী লীগ। বিএনপির পক্ষ থেকে আগামীকাল শনিবার (১ এপ্রিল) শহরের উপশহর মাঠে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। এদিকে জেলা শহরের উপশহর মাঠে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিএনপির ইফতার মাহফিল মঞ্চও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে গতকাল বিকেলে জেলা কার্যালয়ে দলীয় সভার পর একই মাঠে আগামীকাল বিকেল থেকে শান্তি সমাবেশ পালনের ঘোষণা করে আওয়ামী লীগ। পরে শহরে এই কর্মসূচির জন্য গতকাল সন্ধ্যায় শহরে মাইকিংও করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

জেলা বিএনপির দাবি, আগে থেকে ঘোষিত কর্মসূচি ঠেকাতে পাল্টা কর্মসূচি ঘোষণা করে মঞ্চ ভাঙচুর করেছে আওয়ামী লীগ। তবে বিএনপির কর্মসূচি ঠেকাতে কর্মসূচি ঘোষণার কথা স্বীকার করলেও মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘আগামীকাল শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল উপলক্ষে উপশহর মাঠে মঞ্চ নির্মাণ করা হয়। এই কর্মসূচিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গত জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থীদের উপস্থিত থাকার কথা ছিল। গতকাল রাত ১১টার দিকে বেশ কয়েকজন সরকারদলীয় লোকজন মোটরসাইকেলে এসে মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।’

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক শেখ বলেন, ‘বিএনপির কর্মসূচি প্রতিরোধ করতেই পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু আমাদের পক্ষ থেকে তাদের মঞ্চ ভাঙচুর করা হয়নি। কারণ, শনিবার বিএনপির ওই মঞ্চ দখলে নিয়েই আওয়ামী লীগ সমাবেশ করত। আমাদের ধারণা অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে—এই আশঙ্কা থেকেই বিএনপির কর্মীরাই মঞ্চ ভাঙচুর করেছে।’

এ নিয়ে জানতে চাইলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ‘মঞ্চ ভাঙচুরের বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এটি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

বিএনপির সভাস্থলে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির ব্যাপারে আজ শুক্রবার দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জেলা বিএনপি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ৪ মাসে বয়সে মা হারানো যমুনা বেড়ে উঠছে হাসপাতালে, মানুষ দেখলেই উচ্ছ্বাস 

    সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: সেনাপ্রধান

    রাসিক নির্বাচন: ভোটের মাঠে দেখা নেই সব ম্যাজিস্ট্রেটের

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়

    প্রক্সি কাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা শান্ত বহিষ্কার

    গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত 

    সত্যিই কি বিচ্ছেদের পথে রাজ-পরী

    ১৩ বছরে কৃষিতে ভর্তুকি প্রায় ৯৮ হাজার কোটি টাকা: সংসদে কৃষিমন্ত্রী

    ভারতের বিপক্ষে ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজলউড 

    মেয়র তাপসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগ

    ৪ মাসে বয়সে মা হারানো যমুনা বেড়ে উঠছে হাসপাতালে, মানুষ দেখলেই উচ্ছ্বাস