রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রংপুর নগরীর ঢাকা-দিনাজপুর মহাসড়কের চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রিভানা আক্তার (৩০)। তাঁর স্বামীর নাম মমদেল মিয়া (৩৫)। তাঁদের বাড়ি দিনাজপুরের খালিবপুর নবাবগঞ্জে বলে জানিয়েছেন ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান।
পুলিশ ও স্থানীয়রা বলছে, দুপুর ২টার দিকে ওই দম্পতি মোটরসাইকেলে চড়ে চেকপোস্ট এলাকায় পৌঁছালে রিভানা আক্তার হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হন। তার স্বামী মমদেল মিয়াও পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্মরত চিকিৎসক রিভানাকে মৃত ঘোষণা করেন। রিভানাকে চাপা দেওয়া ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে। তবে ওই নারী কীভাবে ছিটকে পড়ল সেটি জানা যায়নি।
ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘নারীকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়েছেন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতের স্বামী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে