সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘শিক্ষা ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে আমি তোমাদের পাশে দাঁড়াব। আমি সাঁতার জানি, কেউ ডুবে গেলে তাকে রক্ষা করার দায়িত্ব আমি নিব।’ মা বাবা দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে তাদের পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার চান্দিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত এ চিকিৎসক বলেন, ‘পরীক্ষা মানেই হচ্ছে একটি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে হবে লেখা-পড়ার বিকল্প নেই। দেশ ও জাতির জন্য কাজ করার মানসিকতা নিয়ে যে শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে তার জীবনে সফলতা আসবেই।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক চুন্নি মিয়া ও অবসরপ্রাপ্ত শিক্ষক মফিজুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে