রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ–সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে এ পুনর্মিলনী ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
উপলক্ষে বেলা সাড়ে ১১টায় ইনস্টিটিউটের প্রধান ফটক থেকে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি লগগেট হয়ে সুইডিশ মাঠ প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
পরে ইনস্টিটিউট প্রাঙ্গণে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ–সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার।
এর আগে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, প্রাক্তন সুইডিশ ছাত্র–ছাত্রী পরিষদের সভাপতি প্রকৌশলী আহম্মদ কামাল চৌধুরী প্রমুখ। পুনর্মিলনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে