Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নিখোঁজের ২২ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৪:৪৩

মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর পাড়। ছবি: আজকের পত্রিকা  মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

মৃত ছাত্রের নাম ইয়ামিন শেখ (১২)। সে মধুখালী উপজেলার গাজনা এলাকার রাজ্জাক শেখের ছেলে। মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের মামা মুনসুর ফকিরের বাড়িতে লেখাপড়া করত সে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ গ্রামের মোল্লার ঘাট এলাকায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। 

স্থানীয়রা জানান, গতকাল দুপুর থেকে পরিবার ও স্থানীয়রা নদীতে জাল টেনে ইয়ামিনকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু না পেয়ে আজ দুপুর ১২টায় খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধান চালায়। পরে তার মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়রা আরও জানান, বাবা স্কুলে পড়াতে চাইলেও মা চেয়েছিলেন ছেলে মাদ্রাসায় পড়বে। তাই মামাবাড়িতে রেখে মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি করা হয় ইয়ামিনকে। ভর্তির এক দিন পর মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। 

নিখোঁজ ইয়ামিন শেখের মামা মুনসুর ফকির বলেন, বুধবার ভাগনে ইয়ামিনকে বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে ইয়ামিন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। 

এ বিষয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মোস্তাইন আলী বলেন, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম আধা ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়ে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

    ‘প্রেমঘটিত’ কারণে কীটনাশক পানে কিশোরের ‘আত্মহত্যা’

    নাটোরে শ্রমিকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরকীয়ার জেরে হত্যা

    ইবিতে কাল থেকে ৪০ দিনের ছুটি 

    শান্তিগঞ্জে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, তরুণ গ্রেপ্তার

    ইবিতে ব্যাচ-ডে অনুষ্ঠানে হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন

    আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৩৩ কোটি ডলার পেল শ্রীলঙ্কা

    হারিয়ে যেতে চান না রিশাদ 

    নওগাঁয় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা

    শওকত মাহমুদের পরে কে

    সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

    ‘প্রেমঘটিত’ কারণে কীটনাশক পানে কিশোরের ‘আত্মহত্যা’