Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

চৌদ্দগ্রামে প্রিসাইডিং অফিসারকে আটকে ফল ছিনতাইয়ের চেষ্টা

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:২৬

কুমিল্লার চৌদ্দগ্রামের তারাশাইল কেন্দ্রে ফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা। ছবি: আজকের পত্রিকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডে উপনির্বাচনে ভোটের ফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা প্রিসাইডিং অফিসারকে অবরুদ্ধ করে ফল ছিনতাইয়ের চেষ্টা করেছেন। এ সময় কেন্দ্রের ভেতরে তাঁরা পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করেন। এতে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

জানা গেছে, কনকাপৈত ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানের মৃত্যুর পর ওয়ার্ডটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার ছিল ভোট গ্রহণের দিন। সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট গ্রহণ হয়। নির্বাচনে আটজন প্রার্থী অংশগ্রহণ করেন।

ভোট গ্রহণ শেষে বিকেলে প্রিসাইডিং অফিসার আতাউর রহমান ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী জসিম উদ্দিন চৌধুরী ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফলাফল প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দিয়ে প্রিসাইডিং অফিসার আতাউর রহমানকে অবরুদ্ধ করে ফল ছিনতাইয়ের চেষ্টা করেন।

এ সময় পুলিশ বাধা দিতে চাইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকেরা পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করেন। এতে পাঁচ ব্যক্তি আহত হন। এর মধ্যে ওই ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ৪৫টি শটগানের গুলি ছোড়ে। জবাবে বিক্ষুব্ধ লোকজন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। বিকেলে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা বিশৃঙ্খলা করে। পরে পুলিশ ৪৫টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, ‘ফলাফল ঘোষণার পরই পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা প্রিসাইডিং অফিসার আতাউর রহমানকে অবরুদ্ধ করে ফলাফল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ বাধা দিলে কর্মী-সমর্থকেরা বেশ কিছু পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    গ্রেপ্তার হতে পারেন জনপ্রিয় তামিল অভিনেত্রী যশিকা আনন্দ

    নির্বাচন নিয়ে সংলাপের আমন্ত্রণ আ.লীগের ‘লেটেস্ট কৌশল’: মির্জা ফখরুল 

    মিথ্যা বলে মেসিদের খেলা দেখতে এসে চাকরি হারালেন তরুণী

    ‘বাইচ্চাগুলার মুখে একটু মাছ-মাংস দিতি পারি নে’

    সড়ক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কিশোরের

    তৃতীয় কন্যার বাবা হলেন মার্ক জাকারবার্গ