বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) তার চুরির ঘটনায় দুই জনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে খুলনার বটিয়াঘাটার কাতিয়ানাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন র্যাব-৬ এর সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন বটিয়াঘাটা এলাকার মো. নাছির (৫০) এবং সোনাডাঙ্গার আয়নাল (৬২)।
এ সময় তাদের কাছ থেকে ৩৭২ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রামপাল থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭২ কেজি তামার তারসহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে