Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বাংলাদেশে কোনো খাদ্যঘাটতি নেই: সালমান এফ রহমান

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৯:৪২

বুধবার সকালে দোহার উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। ছবি: আজকের পত্রিকা বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা–১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। আজ বুধবার সকালে দোহার উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

সালমান এফ রহমান বলেন, ‘আপনারা জানেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন কৃষি খাতে আমাদের অনেক কাজ করতে হবে এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক এগিয়ে এসেছি। যদিও আমাদের ছোট দেশ, জমি কম কিন্তু লোকসংখ্যা অনেক বেশি। যার ফলে আমাদের সব সময় একটা ভয় থাকত যে খাদ্যটা ঘাটতি থাকবে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন এবং আমাদের যেসব সরকারি কর্মকর্তা আছেন—তাঁদের জন্য, বিশেষ করে কৃষক ভাইদের জন্য আজকে আমাদের খাদ্যতে কোনো ঘাটতি নাই। আমি সে জন্য তাঁদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।’ 

এ ছাড়া বিলাশপুর ইউনিয়নের সেতু উদ্বোধনকালে সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, ‘আমি জানি, জয়পাড়া বাজার থেকে আপনাদের এই বিলাশপুর ইউনিয়ন আসতে অনেক সমস্যা হয়। তা ছাড়া আপনাদের এই সেতুর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এই সেতু না থাকায় আপনাদের অনেক দূর ঘুরে যেতে হয়েছে। এই সেতুটি হওয়াতে এখন আর আপনাদের কষ্ট করতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ আমরা এই সেতুটা পেয়েছি। তাই আমি আপনাদের হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’ 

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম, ঢাকা জেলা দোহার থানা সার্কেল অফিসার আশরাফুল আলম, দোহার পৌরসভার মেয়র ও দোহার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আলমাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামীম হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) কর্মকর্তারা।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

    তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

    পুলিশকে ছুরিকাঘাত: দুজন আটক, ছুরি-পাইপ নিয়ে টিনের চালে মূল হোতা

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

    ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস